TRENDING:

আসবে মোটা রিটার্ন, এক নজরে দেখে নিন ২০২২ সালের কয়েকটি সেরা পেনি স্টকের হালহদিশ!

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক চলতি বছরের ভারতের সেরা কয়েকটি পেনি স্টকের খুঁটিনাটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বর্তমানে সকলেই চায় এমন জায়গায় বিনিয়োগ করতে, যেখানে সুরক্ষিতভাবে মোটা টাকা রিটার্ন পাওয়া সম্ভব। এর জন্য অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকে। কিন্তু শেয়ার বাজারে সবসময় ওঠা-নামা লেগেই রয়েছে।। শেয়ার বাজারে বিনিয়োগের সব থেকে একটি ভাল মাধ্যম হল পেনি স্টক। আপাতদৃষ্টিতে ছোট স্টক, তাই পেনি নাম, কিন্তু রিটার্নের দিক থেকে টেক্কা দিতে পারে শেয়ার বাজারের অনেক সদস্যকেই। বর্তমানে এমন বেশ কয়েকটি পেনি স্টক রয়েছে, যেখানে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা মোটা টাকা রিটার্ন পেয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক চলতি বছরের ভারতের সেরা কয়েকটি পেনি স্টকের খুঁটিনাটি।
advertisement

পেনি স্টকে বিনিয়োগ করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার। শেয়ার বাজারে যেহেতু সবসময় ওঠা-নামা লেগে রয়েছে, তাই কয়েকটি বিষয়ের উপর নজর রেখে পেনি স্টকে বিনিয়োগ করা উচিত। পেনি স্টকে বিনিয়োগ করার আগে বিনিয়োগকারীদের মাথায় রাখা উচিত যে, এখানে হাই রিস্ক রয়েছে। কিন্তু একই সঙ্গে এটিও মাথায় রাখা দরকার যে, পেনি স্টকে বিনিয়োগ করলে হাই রিস্ক থাকলেও এখানে হাই রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। লম্বা সময়ের জন্য বিনিয়োগ করলে ভাল টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখে নেওয়া যাক পেনি স্টকের কিছু বিখ্যাত প্রতিষ্ঠান দেশে কী কাজ করে।

advertisement

আরও পড়ুন: পেপার গোল্ড কী? শারীরিক সোনার চেয়ে বিনিয়োগ কি লাভজনক? দেখে নিন বিস্তারিত!

- ভোডাফোন আইডিয়া লিমিটেড ভারতে টেলিকম সার্ভিস প্রদান করে।

- অলোক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভারতে টেক্সটাইল সার্ভিস প্রদান করে।

- জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক লিমিটেড ভারতে ব্যাঙ্কিং সার্ভিস প্রদান করে।

- ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ভারতে ব্যাঙ্কিং সার্ভিস প্রদান করে।

advertisement

- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র লিমিটেড ভারতে ব্যাঙ্কিং সার্ভিস প্রদান করে।

- ডিশ টিভি ইন্ডিয়া লিমিটেড ভারতে স্যাটেলাইট টেলিভিশন সার্ভিস প্রদান করে।

- মোরপেন ল্যাবরেটরিজ লিমিটেড ভারতে ফার্মাসিটিকাল সার্ভিস প্রদান করে।

- ইয়েস ব্যাঙ্ক লিমিটেড ভারতে ব্যাঙ্কিং সার্ভিস প্রদান করে।

এবার এক নজরে দেখে নিন এই সকল সংস্থা এবং তাদের স্টকের বিষয়ে -

advertisement

- ভোডাফোন আইডিয়া লিমিটেড হল ভারতের টেলিকম সার্ভিস প্রোভাইডার। সারা ভারত জুড়ে এরা বিভিন্ন ধরনের টেলিকম সার্ভিস প্রোভাইড করে থাকে। এর মধ্যে রয়েছে ২জি, ৩জি এবং ৪জি সার্ভিস। ভোডাফোন আইডিয়া লিমিটেড সারা ভারত জুড়ে ভয়েস সার্ভিস, ব্রডব্যান্ড সার্ভিস এবং কনটেন্ট ও ডিজিটাল সার্ভিস প্রদান করে থাকে। এটি ভারতের একটি জনপ্রিয় পেনি স্টক।

advertisement

আরও পড়ুন: উত্তরপ্রদেশে দাম কমল তেলের, কলকাতাতেও কি সস্তা হল পেট্রোল ও ডিজেল

- অলোক ইন্ডাস্ট্রিজ লিমিটেড হল ভারতের একটি টেক্সটাইল কোম্পানি যা কটন এবং পলিস্টারের ব্যবসা করে। এছাড়াও এই কোম্পানি ম্যানুফ্যাকচারিং, টেক্সটাইল, প্যাকিং অ্যাক্টিভিটি, লেদার এবং অন্যান্য অ্যাপারেল প্রোডাক্টের ব্যবসা করে। সারা ভারত জুড়ে এই কোম্পানির বিভিন্ন ধরনের ডিভিশন রয়েছে। এর মধ্যে রয়েছে স্পাইনিং ডিভিশন, পলিস্টার ডিভিশন, হোম টেক্সটাইল ডিভিশন এবং অ্যাপারেল ও ফেব্রিক ডিভিশন। এটি ভারতের একটি জনপ্রিয় স্টক।

- জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক লিমিটেড ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করে থাকে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সার্ভিস। যেমন - লোন, পার্সোনাল অ্যাকাউন্ট, টার্ম ডিপোজিট, ইন্সুরেন্স, কার্ড, বিজনেস অ্যাকাউন্ট, এগ্রিকালচার, লোন, মিউচুয়াল ফান্ড এবং নন রেসিডেন্ট ব্যাঙ্কিং সার্ভিস। এটি ভারতের একটি জনপ্রিয় পেনি স্টক।

- ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ভারতে বিভিন্ন ধরনের ব্যাঙ্কিং সার্ভিস প্রদান করে থাকে। এর মধ্যে রয়েছে ট্রেজারি, কর্পোরেট, হোলসেল, ব্যাঙ্কিং, রিটেল ব্যাঙ্কিং এবং অন্যান্য ব্যাঙ্কিং অপারেশন। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের মাধ্যমে মুদ্রা লোন স্কিম, রিটেল ব্যাঙ্কিং, আরোগ্য মহিলা সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এগ্রিকালচার ক্রেডিট লোন প্রদান করা হয়। বর্তমানে এটি ভারতের একটি জনপ্রিয় পেনি স্টক।

- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র লিমিটেড ভারতে বিভিন্ন ধরনের ব্যাঙ্কিং সার্ভিস প্রদান করে থাকে। এর মধ্যে রয়েছে ট্রেজারি, কর্পোরেট, হোলসেল ব্যাঙ্কিং, রিটেল ব্যাঙ্কিং এবং অন্যান্য ব্যাঙ্কিং অপারেশন। বর্তমানে এটি ভারতের একটি জনপ্রিয় পেনি স্টক।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অর্থাৎ যে সকল বিনিয়োগকারী সুরক্ষিতভাবে বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পেতে চান, তাঁদের জন্য পেনি স্টক একটি খুবই ভাল অপশন। কিন্তু মনে রাখা দরকার যে পেনি স্টকে বিনিয়োগ করলে কিছুটা রিস্ক থেকেই যায়। অথচ লম্বা সময় ধরে বিনিয়োগ করলে পেনি স্টক থেকে মোটা টাকা রিটার্ন পাওয়া সম্ভব। তাই দরকার হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত হবে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আসবে মোটা রিটার্ন, এক নজরে দেখে নিন ২০২২ সালের কয়েকটি সেরা পেনি স্টকের হালহদিশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল