উত্তরপ্রদেশে দাম কমল তেলের, কলকাতাতেও কি সস্তা হল পেট্রোল ও ডিজেল
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
যে যে শহরগুলিতে দাম বদলেছে জ্বালানির -
গত ২৪ ঘণ্টায় বিশ্ব বাজারে অশোধিত তেলের দামে আরও পতন দেখা গিয়েছে ৷ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৮৩.৪০ ডলার হয়ে গিয়েছে ৷ WTI এর দাম কমে হয়েছে ৮৩.৪০ ডলার প্রতি ব্যারেল ৷ এর জেরে দেশের বাজারে সরকারি তেল সংস্থাগুলির জারি করা পেট্রোল ও ডিজেলের দামেও বেশ কিছু জায়গায় বদল দেখা গিয়েছে ৷ লখনউ-সহ বেশ কিছু শহরে এদিন দাম কমেছে জ্বালানির ৷
advertisement
সরকারি তেল সংস্থাগুলির জারি করা দাম অনুযায়ী, এদিন সকালে গৌতমবুদ্ধ নগর জেলায় (নয়ডা-গ্রেটার নয়ডা) পেট্রোল ৬ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ৯৬.৯৪ টাকা, ডিজেল ৩ পয়সা কমে প্রতি লিটারে ৯০.১১ টাকা হয়েছে ৷ গাজিয়াবাদে পেট্রোল ১৮ পয়সা সস্তা হয়ে ৯৬.৪০ টাকা এবং ডিজেল ১৭ পয়সা কমে প্রতি লিটারে ৮৯.৫৮ টাকা হয়েছে ৷ লখনউ-তে পেট্রোল ৫ টাকা কমে প্রতি লিটারে ৯৬.৫৭ টাকা এবং ডিজেল ৫ পয়সা কমে প্রতি লিটারে ৮৯.৭৬ টাকা হয়েছে ৷
advertisement
advertisement
advertisement
advertisement