আরও পড়ুনঃ জমির সমস্যা নেই, লক্ষ্য বিনিয়োগে! বিশ্ববাণিজ্য সম্মেলনে এই বার্তাই দেবে সরকার
রাজ্যে বিনিয়োগের (Investment) পরিবেশ রয়েছে সেই বার্তাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন দুই বণিক ( Chambers) সভার সামনেই। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ঢুকেই প্রথমে ফিকির আলোচনা সভায় যোগ দেন। তারপর সিআইআই এর ন্যাশনাল কাউন্সিল সভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকেই বিশেষ গুরুত্ব দিতে চাইছে রাজ্য। মূলত এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কর্মসংস্থানকে বিশেষ পাখির চোখ করেছে রাজ্য। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিপুল পরিমাণে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। আর সেই বিনিয়োগের সম্ভাবনাকে শিল্পপতিদের সামনে তুলে ধরা হবে রাজ্যের পক্ষ থেকে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মুকেশ আম্বানি এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকছেন। তার আগেই সিআইআই ও ফিকির আলোচনা সভায় যোগ দেওয়া রাজ্যের শিল্প মহল এর কাছে এক অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা গেল বলেই মনে করছে প্রশাসনিক মহল। রাজ্যে কোন কোন জেলায় কী পরিমানে ল্যান্ড ব্যাংক রয়েছে সেই তথ্য শিল্পপতিদের সামনে তুলে ধরবে রাজ্য বলেই নবান্ন সূত্রে খবর।
এবারের এই সম্মেলনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটনকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বুধবার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে একাধিক ছোট ছোট আলোচনা সভা আয়োজিত হবে বিভিন্ন দফতরের উদ্যোগে। বিভিন্ন সংস্থার সঙ্গে মৌ স্বাক্ষরও করবে রাজ্য। আগামীকাল অর্থাৎ বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান হবে ধনধান্যে অডিটোরিয়ামে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়