TRENDING:

PF অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য দীপাবলি গিফ্ট, শীঘ্রই আসতে পারে সুদের টাকা

Last Updated:

কীভাবে চেক করবেন পিএফ-এর ব্যালেন্স?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ইপিএফও-র (EPFO) ৬ কোটির বেশি অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য রয়েছে বড় সুখবর ৷ এবার দীপাবলিতে ইপিএফও-র সদস্যদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতে পারে সুদের টাকা ৷ সূত্রের খবর অনুযায়ী, ইপিএফও শীঘ্রই তাদের ৬ কোটির বেশি গ্রাহকদের অ্যাকাউন্ট ২০২০-২১ এর সুদের টাকা ট্রান্সফার করার ঘোষণা করতে চলেছে ৷
২০২১-২২ অর্থবর্ষে ব্যাপক হরে কমল ইপিএফ বা কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে (EPFO) সুদের হার। ৮.৫% থেকে কমিয়ে ৮.১% (Interest Rate) করা হয়েছে সুদের হার। জানা গিয়েছে, গত ৪ দশকে ইপিএফ-এ এটাই সর্বনিম্ন। এই সিদ্ধান্তের জেরে প্রায় সাড়ে ৬ কোটি চাকরিজীবী ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করা হচ্ছে।
২০২১-২২ অর্থবর্ষে ব্যাপক হরে কমল ইপিএফ বা কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে (EPFO) সুদের হার। ৮.৫% থেকে কমিয়ে ৮.১% (Interest Rate) করা হয়েছে সুদের হার। জানা গিয়েছে, গত ৪ দশকে ইপিএফ-এ এটাই সর্বনিম্ন। এই সিদ্ধান্তের জেরে প্রায় সাড়ে ৬ কোটি চাকরিজীবী ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করা হচ্ছে।
advertisement

সরকার আগেই আর্থিক বছর ২০২০-২১ এর জন্য পিএফে ৮.৫ শতাংশ সুদ সাবস্ক্রাইবার্সদের অ্যাকাউন্টে ট্রান্সফার করার অনুমতি দিয়ে দিয়েছে ৷ এর জেরে শীঘ্রই সাবস্ক্রাইবার্সদের অ্যাকাউন্টে ৮.৫ শতাংশ সুদের টাকা জমি করতে চলেছে ইপিএফও ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/earn-lacs-and-lacs-of-rupees-by-opening-petrol-pump-dc-673466.html

ইপিএফও আর্থিক বছর ২০২০-২১ এর জন্য সুদের হার ৮.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ গত ৭ বছরে এটাই সবচেয়ে কম সুদের হার ৷ গত আর্থিক বছরেও সুদের হার একই ছিল ৷ ২০১৯-এ ইপিএফ-এ ৮.৬৫ শতাংশ সুদ দেওয়া হয়েছিল এবং এর আগে ২০১৮ বছরে ৮.৫৫ শতাংশ সুদ দেওয়া হয়েছিল ৷ ২০১৯-২০ আর্থিক বছরে কেওয়াসি-তে ভুল থাকার কারণে প্রচুর সাবস্ক্রাইবার্সদের প্রায় ৯-১০ অপেক্ষা করতে হয়েছিল সুদের টাকার জন্য ৷

advertisement

EPFO তাদের অ্যাকাউন্ট হোল্ডারদের ফেক ফোন কল থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ EPFO তাদের সদস্যদের কোনওরকমের পার্সোনাল তথ্য শেয়ার করা বা অজানা অ্যাপ ডাউনলোড করার বিষয়ে অ্যালার্ট করা হয়েছে ৷ EPFO ট্যুইটে অ্যালার্ট জারি করে জানিয়েছে,‘ইপিএফও-র তরফে কখনও ফোনে অ্যাকাউন্ট হোল্ডারদের ইউএএন নম্বর, আধার নম্বর, প্যান নম্বর বা ব্যাঙ্ক ডিটেল জানতে চাওয়া হয় না ৷’

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/education-career/job-bel-invites-applications-for-trainee-and-project-engineer-posts-tc-dc-672458.html

কীভাবে চেক করবেন পিএফ-এর ব্যালেন্স?

অ্যাপ থেকে শুরু করে নানা উপায়ে দেখা যেতে পারে PF অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ। এ ক্ষেত্রে প্রথমে উমং অ্যাপ (Umang App) ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এর পর প্রথমে EPFO ও পরে এমপ্লয়ি সেন্ট্রিক সার্ভিসেস (Employee Centric Services) অপশন সিলেক্ট করতে হবে। এ বার ব্যলেন্স চেক করার জন্য ভিউ পাসবুক (View Passbook) অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) এন্টার করতে হবে এবং OTP জেনারেট করতে হবে। রেজিস্টার মোবাইল নম্বরে OTP পৌঁছে গেলেই লগ-ইন করে ফেলতে হবে। পরে মেম্বার ID সিলেক্ট করার মাধ্যমে বিস্তারিত সমস্ত তথ্য পাওয়া যাবে।

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/start-this-business-and-earn-lump-sum-amount-every-month-dc-672910.html

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

যদি কেউ SMS-এর সাহায্যে ব্যালেন্স চেক করতে চান, তা হলে একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে আপনার UAN নম্বরটিকে প্রথমে আধার কার্ড, PAN কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করাতে হবে। তার পর ৭৩৮২৯৯৮৯৯ নম্বরে একটি SMS পাঠাতে হবে। লিখতে হবে EPFCHO UAN ENG। উল্লেখ্য, শেষের এই তিনটি বর্ণ "ENG" ব্যবহার করা হয় আপনার ভাষার মাধ্যম বোঝাতে। এখানে ENG ছাড়া আপনার ভাষার প্রথম তিনটি শব্দ বসাতে পারেন। কারণ ইংরেজি, মরাঠি, বাংলা, হিন্দি, গুজরাতি, পঞ্জাবি, তেলুগু, মলয়ালম, তামিল-সহ একাধিক ভাষায় SMS পরিষেবা রয়েছে।PF ব্যালেন্স জানার জন্য রেজিস্টারড ইউজাররা ০১১-২২৯০১৪০৬ নম্বরে মিসড কলও দিতে পারেন। মিসড কল দেওয়ার পর তাঁদের ফোনে একটি SMS আসবে। এই SMS-এর মধ্যেই থাকবে PF অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PF অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য দীপাবলি গিফ্ট, শীঘ্রই আসতে পারে সুদের টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল