প্রতি মাসে বিনামূল্যে বিপুল টাকা আয় করতে চান? তাহলে বিনামূল্যে শুরু করুণ এই ব্যবসা

Last Updated:

দেখে নিন কীভাবে আবেদন করবেন ?

#নয়াদিল্লি: বাড়িতে বসে মোটা টাকা আয় করতে চান ? তাহলে শুরু করুন এই ব্যবসা (Business idea)৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোনও টাকা ইনভেস্ট না করেই বিপুল টাকা আয় করতে পারবেন ৷ আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি খুলে আপনি বাড়িতে বসেই হয়ে যাবেন মালামাল ৷ বর্তমানে আধার কার্ড অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট ৷ সরকারি থেকে বেসরকারি, সমস্ত কাজের জন্য আধার থাকা বাধ্যকামূলক ৷ ফলে আধার কার্ডে কোনও ভুল থাকলে শীঘ্রই সেটি আপডেট করার পরামর্শ দেওয়া হয়ে থাকে ৷ এর জন্য আধার কেন্দ্র বা UIDAI -র ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে বদল করতে পারবেন৷
কী করতে হবে ?
advertisement
আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি (how to get Aadhar card franchise?)চাইলে এর জন্য প্রথমে UIDAI এর তরফে আয়োজিত একটি পরীক্ষায় পাস করতে হবে ৷ এরপর সার্ভিস সেন্টার খোলার জন্য একটি লাইসেন্স দেওয়া হবে ৷ পরীক্ষা পাস করার পর আপনার আধার এনরোলমেন্ট নম্বর ও বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতে হবে ৷ এরপর কমন সার্ভিস সেন্টারে রেজিস্ট্রেশন করাতে হবে ৷ দেখে নিন কীভাবে আবেদন করবেন ?
advertisement
  1. আধার ফ্র্যাঞ্চাইজির লাইসেন্স নেওয়ার জন্য NSEIT ওয়েবসাইটে https://uidai.nseitexams.com/UIDAI/LoginAction_input.action যেতে হবে
  2. এখানে Create News User একটি অপশন রয়েছে যেখানে ক্লিক করতেই খুলে যাবে নতুন ফাইল
  3. এরপর Share Code enter এন্টার করার কথা বলা হবে ৷ Share Code এর জন্য https://resident.uidai.gov.in/offline-kyc গিয়ে অফলাইন ই-আধার ডাউনলোড করতে হবে
  4. ডাউনলোড হওয়ার পর XML File ও Share Code দুটি ডাউনলোড হয়ে যাবে
  5. আবেদন করার সময় আপনার স্ক্রিনে একটি ফর্ম খুলে যাবে ৷ সেটি ফিলআপ করে সাবমিট করে দিতে হবে
  6. আপনার ফোন এবং ই-মেলে USER ID ও Password চলে আসবে ৷ এর মাধ্যমে Aadhaar Testing and Certification পোর্টালে সহজেই লগইন করতে পারবেন ৷এরপর Continue এর অপশনে ক্লিক করতে হবে
  7. আগামী স্টেপে একটি ফর্ম ফের খুলে যাবে ৷ সেটি ফিলআপ করে নিজের ছবি ও ডিজিটাল সই আপলোড করতে হবে ৷ সমস্ত তথ্য সঠিক দিয়েছেন কিনা দেখে নিন এবং Proceed to submit form এ ক্লিক করুন ৷
  8. এরপর পেমেন্ট করতে হবে ৷ এর জন্য ওয়েবসাইটের Menu-তে গিয়ে পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে ৷ এখানে পেমেন্ট করার পর Please Click Here to generate receipt ক্লিক করে ডাউনলোড করতে পারবেন ৷
advertisement
সেন্টার বুকিং করার প্রক্রিয়া
সমস্ত তথ্য সঠিক ভাবে জমা দেওয়ার পর ১ থেকে ২ দিনের জন্য অপেক্ষা করতে হবে ৷ দ্বিতীয়বার লগইন করার সময় Book Center এ ক্লিক করে নিকটবর্তী সেন্টার সিলেক্ট করতে পারেন ৷ এরপর এই সংক্রান্ত পরীক্ষা নেওয়া হবে ৷ আপনার থেকে দিন ও সময় জেনে পরীক্ষার দিন ঠিক করা হবে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
প্রতি মাসে বিনামূল্যে বিপুল টাকা আয় করতে চান? তাহলে বিনামূল্যে শুরু করুণ এই ব্যবসা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement