হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
পেট্রোল পাম্প খুলে প্রতি মাসে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা!

পেট্রোল পাম্প খুলে প্রতি মাসে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা! নিয়মে বেশ কিছু ছাড় দিল মোদি সরকার

কারা পেট্রোল পাম্প খোলার জন্য আবেদন করতে পারবেন....

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: পেট্রোল পাম্প খোলার (Petrol Pump Opening Rules) নিয়ম আরও সহজ করে দিল মোদি সরকার ৷ আপনিও পেট্রোল পাম্প খুলে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন ৷ শুধু তাই নয় এবার পেট্রোল পাম্প মালিকদের পেট্রোল ও ডিজেল বিক্রি শুরু করার পাশাপাশি  EV charging station ও সিএনজি আউটলেট রাখারও অনুমতি দিচ্ছে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/photogallery/business/gold-and-silver-prices-on-11th-october-monday-dc-673431.html

একই পেট্রোল পাম্পে মিলবে সমস্ত সুবিধা

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের (Petroleum & Natural Gas Ministry) তরফে জানানো হয়েছে যে পেট্রোল পাম্প খোলার নিয়মে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে ৷ নিয়ম অনুযায়ী, পেট্রোল পাম্পে সিএনজি, এলএনজি, পেট্রোল ও ডিজেলের খুচরো বিক্রির সঙ্গে ইলেক্ট্রিক গাড়ির চার্জিং পয়েন্ট লাগাতে পারবেন ৷ অর্থাৎ গ্রাহকরা একটি পেট্রোল পাম্পে পেট্রোল, ডিজেল, সিএনজি এর সঙ্গে ইলেক্ট্রিক গাড়ির জন্য চার্জিং স্টেশনের সুবিধাও মিলবে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/start-this-business-and-earn-lump-sum-amount-every-month-dc-672910.html

কারা পেট্রোল পাম্প খোলার  জন্য আবেদন করতে পারবেন

পেট্রোল পাম্প খোলার জন্য দেশের নাগরিক হওয়া বাধ্যতামূলক ৷ ২১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে হতে হবে ৷ কমপক্ষে দশম শ্রেণি পাস করতে হবে ৷ সংস্থার তরফে পেট্রোল পাম্প খোলার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিতে হবে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/education-career/job-bel-invites-applications-for-trainee-and-project-engineer-posts-tc-dc-672458.html

সংস্থার ডিলারশিপের জন্য ওয়েবসাইটে অনলাইন আবেদন করতে হবে ৷ পেট্রোল পাম্প খোলার জন্য স্টেট বা ন্যাশনাল হাইওয়েতে ১২০০ থেকে ১৬০০ বর্গমিটার জমি থাকতে হবে ৷শহরের মধ্যে পেট্রোল পাম্প খোলার জন্য কমপক্ষে ৮০০ বর্গমিটার জায়গা থাকতে হবে ৷ পেট্রোল পাম্প খোলার জন্য ফান্ডের থাকার বিষয়েও বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে ৷ আগে শহরে পেট্রোল পাম্প খোলার জন্য ২৫ লক্ষ টাকা ডিপোজিট বা গ্রামীণ এলাকায় ১২ লক্ষ টাকার ডিপোজিট থাকা জরুরি ছিল ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Petrol pump