Gold Price Today: আরও দাম কমল সোনার, সস্তা হল রুপোও....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ভারতীয় সরাফা বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সোনার দামে পতন দেখা গিয়েছে ৷
দিল্লির সরাফা বাজারে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ১১ অক্টোবর ফের দাম কমল সোনার (Gold Price Today) ৷ সোনার পাশাপাশি সস্তা হয়েছে রুপোও ৷ এদিন সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৬,০৯৭ টাকা ছিল ৷ রুপোর দাম প্রতি কিলোগ্রামে ৬০,৫৬৫ টাকা ৷ ভারতীয় সরাফা বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সোনার দামে পতন দেখা গিয়েছে ৷ তবে রুপোর দামে বিশেষ বদল দেখা যায়নি ৷
advertisement
advertisement
advertisement