বর্তমানে দেশে নানা ধরনের ফুলের বাণিজ্যিক চাষ হচ্ছে। ফুলের চাষ অনেক চাষির ভাগ্য বদলে দিয়েছে। উৎপলের কথায়, চাষিদের ভাগ্য বদলে অবদান রেখেছে যে সব ফুল তাদের কাতারে যুক্ত হতে পারে লিলি। অপরূপ সৌন্দর্য নিয়ে ফোটে লিলি ফুল। এই ফুল কতটা সুন্দর হতে পারে তা এর কাছে না গেলে বোঝা দুষ্কর। চলতি বছর তিনি প্রায় দশ হাজার ভাল্ব লাগিয়েছিলেন। ইতিমধ্যেই তার বাগান থেকে লিলি ফুল পাইকার বাজারে যেতে শুরু করেছে। মূলত ৪০ টাকা করে এক একটি পিস বিক্রি হচ্ছে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে।
advertisement
উৎপল বলেন, “লিলি ফুল মূলত তিন মাসের চাষ। যদি ঠিকঠাক সময় এর ভাল্ব লাগানো হয় তাহলে খুব তাড়াতাড়ি গাছের মধ্যে এর ফুল চলে আসবে। এই ফুলের চাষ খুবই লাভজনক। এর একটি ভাল্ব কিনতে খরচ হয় ২০ টাকা আর একটি স্টিক বিক্রি হয় ৪০ টাকা করে। প্রতিটি ভাল্বের ক্ষেত্রে প্রায় ডবল আয় হয়। চলতি বছর তিনি এখানে দশ হাজার ভাল্ব লাগানোর পিছনে প্রায় দু’থেকে আড়াই লাখ টাকা খরচ করেছেন। কিন্তু এই ফুল বিক্রি করে প্রায় ছয় লাখ টাকা রোজগার করতে পারবেন। নতুন প্রজন্মের যে সমস্ত যুবকরা রয়েছেন, তারা যদি কৃষি বিভাগের সঙ্গে একটু যোগাযোগ করে তাহলেই অতি অল্প খরচে তাঁরা এই লাভজনক ফুলের চাষ করতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হয়।
অনির্বাণ রায়