ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ছুটির লিস্ট অনুযায়ী, মে মাসে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ এর মধ্যে ইদ, বুদ্ধপূর্ণিমা, মে দিবসের মতো ছুটি সামিল রয়েছে ৷ ১৩ টি দিনের ছুটির লিস্টে আলাদা আলাদা রাজ্যে হওয়া ছুটিও সামিল রয়েছে ৷ ফলে এই সময় অ্যাকাউন্ট হোল্ডারদের সমস্যার মুখে পড়তে হতে পারে ৷ তাই আগে থেকে জেনে নিন কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে তাতে আপনাদেরই সুবিধা হবে ৷
advertisement
পয়লা মে সমস্ত রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে মে দিবসের জন্য ৷ ৩ মে রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে স্বাভাবিক ভাবে ৷ ৭ মে বেলাপুর,মুম্বই,নাগপুর, পানাজি, পটনা, তিরুঅন্ততপুরম, কলকাতা, কোচি, ইম্ফল, হায়দরাবাদ, গুয়াহাটি, চেন্নাই, বেঙ্গালুরুতে বুদ্ধ পূর্ণিমার জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ৮ মে কলকাতায় রবীন্দ্র জয়ন্তী, ৯ মে দ্বিতীয় শনিবার ও ১০ মে রবিবার বলে ছুটি থাকবে ৷
এরপর ১৭ মে রবিবার, ২১ মে জম্মু ও শ্রীনগরে সব-এ কদরের ছুটি থাকবে ৷ ২২ মে জম্মু ও শ্রীনগরে জুম্মত-উল-বিদার ছুটি ৷ ২৩ মে চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক ছুটি এবং ২৪ তারিখ রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ২৫ মে সমস্ত রাজ্যে ইদের ছুটি থাকবে ৷ এবং ৩১ মে রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷