TRENDING:

Fixed deposit rates: ফিক্সড ডিপোজিটে বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি!

Last Updated:

এই ব্যাঙ্কগুলি ৬.৩০ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ব্যাঙ্ক ডিপোজিটে সুদের হার কমিয়ে চলেছে ব্যাঙ্কগুলি ৷ স্বাভাবিক ভাবে সমস্যায় পড়েছেন সাধারন মানুষ ৷ একদিকে জিনিসের দাম বেড়েই চলেছে আর অন্যদিকে ব্যাঙ্ক ডিপোজিটে কমছে সুদের হার ৷ কোথায় টাকা ইনভেস্ট করলে সেটি সুরক্ষিত থাকার পাশাপাশি ভালো রিটার্ন মিলবে তা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন সাধারন মানুষ ৷
advertisement

আরও পড়ুন: এই স্কিমে বিনিয়োগ করলে পাওয়া যাবে ফিক্সড ডিপোজিটের চেয়ে বেশি রিটার্ন, বিস্তারিত জানুন!

কোনও রিস্ক ছাড়া ভালো রিটার্নের জন্য ইনভেস্টমেন্টের কথা ভাবলে ব্যাঙ্কের এফডি সবচেয়ে ভালো বিকল্প বলে মনে করেন বিশেষজ্ঞরা ৷ এরকম একাধিক বেসরকারি স্মল ব্যাঙ্ক রয়েছে যারা এফডি-তে অন্যান্য সরকারি ব্যাঙ্কের তুলনায় বেশি সুদ দিয়ে থাকে ৷ এই ব্যাঙ্কগুলি ৬.৩০ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে ৷

advertisement

আরবিএল ব্যাঙ্ক (RBL Bank FD Rate)

বেসরকারি ব্যাঙ্ক আরবিএল তিন বছরের এফডি-তে ৬.৩০ শতাংশ বার্ষিক সুদ দিচ্ছে ৷ বেসরকারি ব্যাঙ্কের মধ্যে আরবিএল সবচেয়ে বেশি সুদ দিচ্ছে ৷ আরবিএল ব্যাঙ্কে ১ লক্ষ টাকা রাখলে তিন বছরে ১.২১ লক্ষ টাকা হয়ে যাবে ৷

আরও পড়ুন: সাধারনের জন্য স্বস্তি, আরও কমানো হতে পারে পেট্রোল ও ডিজেলের দাম ?

advertisement

ইয়েস ব্যাঙ্ক (Yes Bank FD Rate)

তিন বছরের এফডিতে ইয়েস ব্যাঙ্ক ৬.২৫ শতাংশ বার্ষিক সুদ দিচ্ছে ৷ ইয়েস ব্যাঙ্কে তিন বছরের জন্য ১ লক্ষ টাকা রাখলে ম্যাচিউরিটিতে ১.২০ লক্ষ টাকা হয়ে যাবে ৷ ইয়েস ব্যাঙ্কে কমপক্ষে ১০ হাজার টাকা দিয়ে এফডি করা যেতে পারে ৷

আরও পড়ুন: শীঘ্রই UAN এর সঙ্গে লিঙ্ক করিয়ে নিন Aadhaar, না হলে হতে পারে বড় লোকসান

advertisement

IndusInd Bank FD Rate-

এই ব্যাঙ্কেও সরকারি ব্যাঙ্কের তুলনায় এফডি-তে বেশি সুদ মিলছে ৷ এই ব্যাঙ্ক এফডি-তে ৬ শতাংশের সুদ দিচ্ছে ৷ তিন বছরের জন্য ১ লক্ষ টাকা ইনভেস্ট করলে পেয়ে যাবেন ১.১৯ লক্ষ টাকা ৷ এখানে ১০ হাজার টাকা দিয়ে এফডি খোলা যেতে পারে ৷

উজ্জ্বীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Ujjivan Small Finance Bank)

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

পাঁচ বছরের এফডি-তে ২ কোটি টাকার কম এফডি-তে ৬.২৫ শতাংশ বার্ষিক সুদ মিলবে ৷ ব্যাঙ্কের এই সুদের হার ১৬ অগাস্ট ২০২১ থেকে লাগু করা হবে ৷ সিনিয়র সিটিজেনরা ০.৫০ শতাংশ বেশি সুদ পাবেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fixed deposit rates: ফিক্সড ডিপোজিটে বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল