আরও পড়ুন: ঊর্ধ্বমুখী সোনার দাম, দেখে নিন কলকাতায় কত টাকা দাম বাড়ল ১০ গ্রাম সোনার
ব্যাঙ্কের কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে অবশ্যই ছুটির লিস্ট থেকে সেগুলো মিটিয়ে ফেলুন ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে প্রতি মাসের ব্যাঙ্কের ছুটির লিস্ট জারি করা হয় ৷ আলাদা আলাদা রাজ্যে ব্যাঙ্ক কর্মীদের আলাদা ছুটি থাকে ৷
advertisement
আরও পড়ুন: অক্টোবর মাসে WPI মুদ্রাস্ফীতি বেড়ে গত ৫ মাসের সর্বোচ্চ! জেনে নিন কীসের দাম সব চেয়ে বেশি বেড়েছে!
নভেম্বর মাসের ছুটির লিস্ট (Bank Holidays in November)
- ১৯ নভেম্বর- গুরু নানক জয়ন্তী/কার্তিক পূর্ণিমার জেরে আইজল, বেলাপুর, ভোপাল, চন্ডীগড়, দেরাদুন, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, দিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
- ২১ নভেম্বর- রবিবার হওয়ার কারনে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে
- ২২ নভেম্বর- কনকদাস জয়ন্তীর কারনে বেঙ্গালুরুতে বন্ধ থাকবে ব্যাঙ্ক
- ২৩ নভেম্বর- শিলঙে বন্ধ থাকবে ব্যাঙ্ক
- ২৪ নভেম্বর- রবিবার হওয়ার কারনে বন্ধ থাকবে সব ব্যাঙ্ক
আরও পড়ুন: অবৈধ ভাবে পিএম কিষানের সুবিধা নেওয়া কৃষকদের লিস্ট জারি, ফেরত নেওয়া হবে টাকা
কোন কোন কাজে পড়বে প্রভাব-
ব্যাঙ্কের বেশির ভাগ কাজ অনলাইনে হয়ে থাকে ৷ কিন্তু তা সত্ত্বেও চেক ক্লিয়ারেন্স বা কেওয়াইসি-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যাঙ্কে যাওয়ার দরকার পড়তে হবে ৷ ব্যাঙ্কের ছুটি থাকায় কেওয়াইসি আপডেটের মতো কাজে সমস্যা হতে পারে ৷ এছাড়া চেক ক্লিয়ারেন্সের প্রোসেসেও দেরি হতে পারে ৷