অক্টোবর মাসের ব্যাঙ্কের পুরো ছুটির লিস্ট (Bank Holidays in October 2021) দেখে নিন ৷ সেই অনুযায়ী নিজের কাজ প্ল্যান করে নিন ৷ তাহলে আর সমস্যায় পড়তে হবে না দ্বিতীয় শনিবার হওয়ায় ৯ অক্টোবর দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ ছিল ৷ ১০ অক্টোবর রবিবার হওয়ায় সেদিনও বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এবার নিজের রাজ্যের হিসেবে দেখে নিন আর কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
advertisement
অক্টোবর ২০২১-এ ব্যাঙ্কের ছুটির লিস্ট (Bank Holidays in October 2021)
- দুর্গাপুজোর মহাসপ্তমী ১২ অক্টোবর ব্যাঙ্ক বন্ধ থাকবে আগরতলা ও পশ্চিমবঙ্গে
- মহাঅষ্টমী ১৩ অক্টোবর আগরতলা, পশ্চিমবঙ্গ-সহ ভুবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, পটনা ও রাঁচিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক
- মহানবমী ১৪ অক্টোবরে আগরতলা, ভুবনেশ্বর, পশ্চিমবঙ্গ, গ্যাংটক, গুয়াহাটি, কানপুর, লখনউ, শিলং, শ্রীনগর, তিরুঅন্ততপুরম, পটনা ও রাঁচিতে ব্যাঙ্কের ছুটি থাকবে
- দশমী ১৫ অক্টোবরে দেশজুড়ে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে ৷ তবে ইম্ফল ও সিমলায় ব্যাঙ্ক খোলা থাকবে
- ১৬ অক্টোবর গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্ক
- ১৭ অক্টোবর রবিবার দেশজুড়ে ছুটি থাকবে ব্যাঙ্ক
- ১৮ অক্টোবর কাটি বিহুর জন্য গুয়াহাটিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক
- ইদ-এ মিলাদের জন্য ১৯ অক্টোবর বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এদিন আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, চেন্নাই, দেরাদুন, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বই, নাগপুর, দিল্লি, রায়পুর, রাঁচি, শ্রীনগর ও তিরুঅন্ততপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক
- মহর্ষি বাল্মিকী জয়ন্তী ২০ অক্টোবর আগরতলা, বেঙ্গালুরু, চন্ডীগড়, কলকাতা ও সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে
- ২২ অক্টোবর ইদে মিলাদের পর প্রথম জুম্মা হওয়ায় জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে
- এরপর ২৩ অক্টোবর চতুর্থ শনিবার ও ২৪ অক্টোবর রবিবার হওয়ায় দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক
- ২৬ অক্টোবর জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
- ৩১ অক্টোবর রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/sbi-digital-services-to-be-disrupted-for-120-minutes-for-3-days-dc-672771.html
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 10, 2021 9:07 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays: আগামী ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট