TRENDING:

এবার বিনা কোনও বটন প্রেস করে ATM থেকে তুলতে পারবেন টাকা

Last Updated:

নতুন মেশিনে ফোনের মাধ্যমে QR কোড স্ক্যান করে ক্যাশ তুলতে পারবেন গ্রাহকরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণ থেকে গ্রাহকদের বাঁচানোর জন্য ব্যাঙ্কের তরফে একাধিক নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ দেশের একাধিক বড় ব্যাঙ্ক কনট্যাক্টলেস এটিএম মেশিন (Con-tactless ATM Machine) লাগানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে ৷ সূত্রের খবর অনুযায়ী, এটিএম টেকনোলজির উপর কাজ করছে যে সংস্থা (AGS Transact Technologies) তারা নতুন মেশিন ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে ৷ নতুন মেশিনে ফোনের মাধ্যমে QR কোড স্ক্যান করে ক্যাশ তুলতে পারবেন গ্রাহকরা ৷
advertisement

ইংরেজি সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, বর্তমান এটিএম কার্ডের চিপে গ্রাহকদের সমস্ত ডেটা থাকে ৷ এটিএম মেশিনে পিন নম্বর দিতেই তারা ডেটা চেক করে এবং এরপর গ্রাহকদের টাকা তুলতে দেওয়ার অনুমতি দেওয়া হয় ৷

এবার কনট্যাক্টলেস এটিএম মেশিন নিয়ে আসতে চলেছে ব্যাঙ্ক ৷ নতুন মেশিন ছোঁয়ার কোনও দরকার পড়বে না গ্রাহকদের ৷ মোবাইল ফোনের মাধ্যমে QR কোড স্ক্যান করে টাকার অ্যামাউন্ট দিলেই ক্যাশ বেরিয়ে আসবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সংস্থার তরফে জানানো হয়েছে QR কোডের মাধ্যমে ক্যাশ তোলা অনেক বেশি সুরক্ষিত এবং সহজ ৷ পাশাপাশি কার্ড ক্লোনিংয়ের সম্ভাবনা অনেকটাই কমে যায় মাত্র ২৫ সেকেন্ডে টাকা মেশিন থেকে টাকা পেয়ে যাবেন গ্রাহকরা ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার বিনা কোনও বটন প্রেস করে ATM থেকে তুলতে পারবেন টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল