স্বল্পমেয়াদি এবং দীর্ঘ মেয়াদি আর্থিক লক্ষ্য পূরণ, উভয় ক্ষেত্রেই সাহায্য করবে এই প্ল্যান। সেভাবেই ‘বন্ধন লাইফ গ্যারান্টেড ইনকাম প্ল্যান’-কে ডিজাইন করা হয়েছে। সন্তানের পড়াশোনার খরচ, অবসরকালীন নিরাপত্তা ইত্যাদির জন্য আদর্শ। নিশ্চিত আয়ের সুবিধা এবং বিমার কারণে এই প্ল্যানে গ্রাহকের পরিবারও সুরক্ষিত থাকেন।
advertisement
প্ল্যান লঞ্চ অনুষ্ঠানে বন্ধন লাইফ ইনস্যুরেন্সের এমডি ও সিইও সতীশ্বর বি. বলেন, “বন্ধন লাইফ ইনস্যুরেন্সে আমরা গ্রাহককে আর্থিক নিরাপত্তা এবং লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় আত্মবিশ্বাস যোগাতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশে শিক্ষার খরচ প্রতি বছর ৮ থেকে ১০ শতাংশ এবং চিকিৎসা খরচ ১০ শতাংশের বেশি হারে বাড়ছে। এই পরিস্থিতিতে অতিরিক্ত আয়ের উৎস তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’
সতীশ্বর বি.-এর দাবি, ‘বন্ধন লাইফ গ্যারান্টেড ইনকাম প্ল্যান’ এই দিক থেকে উপযুক্ত। তিনি বলেন, “গ্যারান্টেড ইনকাম প্ল্যান এই ধরণের লক্ষ্য পূরণে সাহায্য করবে। সুরক্ষা এবং নিশ্চিত রিটার্নের পাওয়ার ফলে গ্রাহককে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। পলিসি হোল্ডাররা এই অতিরিক্ত আয় দৈনন্দিন খরচ মেটাতে কিংবা দীর্ঘমেয়াদি ফান্ড গঠনে ব্যবহার করতে পারেন। যে সমস্ত গ্রাহক আর্থিক স্থিরতা এবং মানসিক শান্তি খুঁজছেন তাঁদের চাহিদা পূরণ হবে।’’
বন্ধন লাইফ গ্যারান্টেড ইনকাম প্ল্যানের মূল বৈশিষ্ট:
নিশ্চিত নিয়মিত পেমেন্ট: প্রথম পলিসি মাস থেকেই নিশ্চিত আয়ের গ্যারান্টি। যা পলিসি হোল্ডারকে আর্থিক স্থিরতা দেয়।
একাধিক পেমেন্ট অপশন: নিয়মিত আয় কিংবা মেয়াদ শেষে এককালীন অর্থগ্রহণ, গ্রাহক তাঁর আর্থিক প্রয়োজন অনুযায়ী পেমেন্ট অপশন বেছে নিতে পারেন।
জীবন বিমার সুরক্ষা: নিশ্চিত পেমেন্টের পাশাপাশি পলিসিতে জীবন বিমা কভারেজও পাওয়া যায়, অরপ্ত্যাশিত পরিস্থিতিতে পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে।
আরও পড়ুন– স্নান করার সময় প্রস্রাব হচ্ছে? এটা কি কোনও গুরুতর রোগ? আসল সত্যটা জানলে চমকে যাবেন
কর সাশ্রয়ের সুবিধা: বর্তমান আইন অনুযায়ী এই প্ল্যানে কর সাশ্রয়ও হবে গ্রাহকের। ট্যাক্স সাশ্রয়ী আর্থিক পরিকল্পনার জন্য উপযোগী।
কাস্টমাইজযোগ্য মেয়াদ: পলিসি, প্রিমিয়াম এবং আয়ের সময়কাল আর্থিক লক্ষ্য ও সময়সীমার সঙ্গে সামঞ্জস্য করতে পারেন গ্রাহক।
প্রিমিয়ামের ফেরত: পলিসি অপশন অনুযায়ী সমস্ত প্রিমিয়াম ফেরত পাওয়ার সুবিধা।