অবসান ঘটতে চলেছে দর্শকদের প্রতীক্ষার, ‘পুষ্পা ২’-এর পর বক্স অফিসে ঝড় তুলতে আসছে এই ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
আপাতত প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে ‘পুষ্পা রিলোডেড’। আর এই সমস্ত কিছুর মধ্যে দর্শকরা ব্লকবাস্টার ‘কান্তারা’ ছবির সিক্যুয়েলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন।
গত বছর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানার ‘পুষ্পা ২’। বলাই বাহুল্য যে, বক্স অফিসে এই ছবি ব্যাপক ভাবে হইচই ফেলে দিয়েছিল। শুধুমাত্র টিকিট উইন্ডোয় এই ছবি এমন ঝড় তুলে দিয়েছিল যে, বলিউড ছবিও এর সামনে ফিকে হয়ে গিয়েছিল। এমনকী ‘পুষ্পা ২’ ঝড়ের মুখে দাঁড়াতে পর্যন্ত পারেনি বরুণ ধওয়ান, ওয়ামিকা গাব্বি এবং কীর্তি সুরেশের ছবি ‘বেবি জন’। আর শুধু দেশ থেকেই নয়, সারা বিশ্ব থেকে প্রচুর ভক্তের ভালবাসা কুড়িয়েছে ‘পুষ্পা ২’। বিশ্বব্যাপী বক্স অফিসে ১৮০০ কোটি টাকারও বেশি আয় করেছে এই ছবি। আপাতত প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে ‘পুষ্পা রিলোডেড’। আর এই সমস্ত কিছুর মধ্যে দর্শকরা ব্লকবাস্টার ‘কান্তারা’ ছবির সিক্যুয়েলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন।
advertisement
২০২২ সালে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল কান্তারা। যা সারা বিশ্ব থেকে ব্যাপক ভালবাসা কুড়িয়েছে। ছবির দুর্ধর্ষ পারফরম্যান্স থেকে সকলেই চমকে গিয়েছিলেন। ‘কান্তারা’ ছবিটি পরিচালনা করার সময় ঋষভ শেঠি হয়তো স্বপ্নেও ভাবেননি যে, নির্মাণের খরচের তুলনায় ২৫ গুণ বেশি আয় করে রীতিমতো ইতিহাস গড়বে এই ছবিটি।
advertisement
বড় তারকারাও কান্তারা ছবির ভক্ত: কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি ছিল ‘কান্তারা’। বলিউডের তাবড় অভিনেতারা পর্যন্ত ঋষভ শেঠির এই ছবিটির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। হৃতিক রোশন থেকে শুরু করে অল্লু অর্জুন পর্যন্ত ঋষভ শেঠির দৃষ্টিভঙ্গি এবং দুর্ধর্ষ কাজের ভক্ত হয়ে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁরা ‘কান্তারা’-র প্রশংসা করেছিলেন।
advertisement
১৬ কোটি টাকার বাজেট তৈরি: রুপোলি জগতে এক ইতিহাস গড়েছে ‘কান্তারা’। তৈরির খরচের তুলনায় বক্স অফিসে ২৫ গুণ বেশি উপার্জন করেছে সেই ছবিটি। ৪৫০ কোটি টাকারও বেশি আয় করা এই ছবিটির সিক্যুয়েলের শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। তবে শুরুর দিক থেকেই তা বিতর্কে জড়িয়েছে। আসলে কর্নাটকের গভীর জঙ্গলে ‘কান্তারা ২’-এর শ্যুটিং চলছে। সেই কারণে ছবির নির্মাতাদের বিরুদ্ধে জঙ্গলের ক্ষতি করার অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
স্থানীয়দের অভিযোগ: ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, স্থানীয় বাসিন্দাদের দায়ের করা অভিযোগে জেলা পঞ্চায়েত সদস্য জানিয়েছেন যে, এমনিতেই ওই এলাকায় হাতির উপদ্রবের আতঙ্কে থাকেন কৃষকরা। এরই মাঝে ছবির শ্যুটিংয়ের জেরে নষ্ট হচ্ছে জঙ্গল। এর পাশাপাশি কিছু মানুষ এই ছবির শ্যুটিংয়ে বাধা দিয়েছেন। কারণ তাঁদের দাবি, নির্মাতারা বনজঙ্গলের ক্ষতি করছেন। এই নিয়ে হাতাহাতি চরমে পৌঁছয়। যার জেরে একজনের জখম হওয়ার খবর মিলেছে।
advertisement
‘কান্তারা’-র সিক্যুয়েলের বাজেট: ‘কান্তারা’ ছবির সিক্যুয়েলের বাজেট ১২৫ কোটি টাকা। প্রথম ভাগ ‘কান্তারা’-র ব্যাপক সাফল্যের পর ঋষভ শেঠি সিক্যুয়েলের বাজেট বাড়িয়ে দিয়েছেন। ব্লকবাস্টার এই ছবিটি তৈরি হয়েছে স্থানীয় বিশ্বাস এবং কুসংস্কারের ভিত্তিতে। আর এই ছবিতে মুখ্য ভূমিকায় দুর্ধর্ষ অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও দক্ষতা প্রদর্শন করেছেন ঋষভ শেঠি।