বর্তমানে বন্ধন ব্যাঙ্ক দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৬,৩৫০টিরও বেশি শাখার মাধ্যমে ৩.২৩ কোটি-রও বেশি গ্রাহককে সেবা দিচ্ছে। ব্যাঙ্কে এখন ৭৩,৫০০-এরও বেশি কর্মী কাজ করছেন।
আরও পড়ুন– ‘এই জয় আমার কোচ, বাবা-মা, সতীর্থ আর সেই ঈশ্বরের জন্য, যিনি আমাকে শক্তি দিয়েছেন’: জেমাইমা
এই ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট আমানত বছরে ১১ শতাংশ বেড়ে ১.৫৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে এবং মোট ঋণের পরিমাণ হয়েছে ১.৪০ লক্ষ কোটি টাকা। কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট- এর (CASA) অনুপাত ২৮ শতাংশ। ব্যাঙ্কের মূলধন পর্যাপ্ততার হার (CAR) এখন ১৮.৬ শতাংশ, যা নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় মানের চেয়ে অনেক বেশি।
advertisement
আরও পড়ুন– পোস্তায় চুরির ঘটনায় বড়বাজার থেকে গ্রেফতার বাংলার টেলিভিশন অভিনেত্রী !
ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (MD & CEO) পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন,“এই ত্রৈমাসিকের ফলাফল আমাদের ব্যাঙ্কের পরিবর্তনের সময়কে তুলে ধরছে। আমরা এখন আরও ভারসাম্য ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যেতে চাই। প্রযুক্তির ব্যবহার, কাজের পদ্ধতি উন্নত করা এবং কর্মীদের দক্ষতা বাড়িয়ে আমরা দীর্ঘমেয়াদে স্থায়ী উন্নতি করতে চাই। ‘বন্ধন ব্যাঙ্ক ২.০’-এর পরবর্তী ধাপে আমরা আরও শক্তিশালীভাবে এগিয়ে যাব।”
ব্যাঙ্ক এখন তার ব্যবসায় বৈচিত্র্য আনতে ও খুচরো ঋণ খাত বাড়াতে গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে দ্রুত সেবা দেওয়া, কাজের দক্ষতা বাড়ানো এবং গ্রাহকদের আরও ভাল অভিজ্ঞতা দেওয়ার উপর জোর দিচ্ছে।

