পোস্তায় চুরির ঘটনায় বড়বাজার থেকে গ্রেফতার বাংলার টেলিভিশন অভিনেত্রী !
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
পোস্তায় চুরির ঘটনায় বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী রূপা দত্ত। তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
রৌনক দত্ত চৌধুরী, কলকাতা: পোস্তায় চুরির ঘটনায় বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী রূপা দত্ত। তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
সূত্রের খবর, গত ১৫ অক্টোবর পোস্তা থানার অধীনে আদি বাঁশতলা লেনে কেনাকাটার সময় এক মহিলার ব্যাগ থেকে প্রায় ২০ গ্রামের মঙ্গলসূত্র, ২১ গ্রামের একটি সোনার চেইন , দুটি সোনার বালা এবং নগদ ৪,০০০ টাকা চুরি যায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং` সিসিটিভি ফুটেজ ও সূত্রের তথ্যের ভিত্তিতে অভিনেত্রী রূপা দত্তকে গতকাল, বৃহস্পতিবার রাতে বড়বাজার নন্দরাম মার্কেটের কাছে গ্রেফতার করা হয়।
advertisement
advertisement
জিজ্ঞাসাবাদের পর অভিনেত্রীর বাড়ি থেকে মোট ৬২.৯৫ গ্রাম সোনার গয়না উদ্ধার করে পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও এরকম ধরনের ঘটনা ঘটিয়েছেন তিনি । সিরিয়াল, সিনেমায় চুরির ঘটনা বা চোরের ভূমিকায় তো প্রায়শই দেখা যায় অভিনেতা-অভিনেত্রীদের ৷ কিন্তু বাস্তবে যদি এমন ঘটনা ঘটে, তাও আবার তিনি যদি অভিনেত্রী হন ৷ ২০২২ সালে কলকাতা বইমেলাতেও এমনই ঘটনা ঘটান এই অভিনেত্রী ৷ পকেটমারির অভিযোগে বইমেলা থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 31, 2025 9:23 AM IST








