এই অ্যাকাউন্টের সঙ্গে থাকছে ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড ডেবিট কার্ড, যার মাধ্যমে দেশ-বিদেশের এয়ারপোর্ট লাউঞ্জে প্রবেশের সুবিধা (সঙ্গী সহ), তাজ এপিকিউর মেম্বারশিপ, ফ্রি সিনেমা ও ইভেন্টের টিকিট আর নির্দিষ্ট কিছু ক্লাবে গল্ফ খেলার সুযোগ। এছাড়া গ্রাহকরা পাবেন ব্যক্তিগত রিলেশনশিপ ম্যানেজার, লকার ভাড়ায় আজীবন ছাড় এবং ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও এস্টেট পরিকল্পনার জন্য বিশেষজ্ঞ পরামর্শ।
advertisement
লেনদেনের সুবিধার ক্ষেত্রেও গ্রাহকরা পাবেন সীমাহীন ফ্রি ট্রান্স্যাকশন। এছাড়া নগদ জমা, আরটিজিএস, এনইএফটি, আইএমপিএস সব সুবিধাই এই অ্যাকাউন্টে অন্তর্ভুক্ত। এর সঙ্গে আছে বাড়তি বিমা সুবিধা, যেমন বিমান দুর্ঘটনায় বিমা সর্বোচ্চ ১ কোটি টাকা, ব্যক্তিগত দুর্ঘটনায় বিমা ২০ লক্ষ টাকা এবং ক্রয় সুরক্ষা বিমা ৫ লক্ষ টাকা পর্যন্ত।
এই প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও, পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন , ‘‘বন্ধন ব্যাঙ্কের ১০ বছরের যাত্রা আমাদের কাছে অত্যন্ত গর্বের। এই বিশেষ দিনে আমরা লিগ্যাসি সেভিংস অ্যাকাউন্ট চালু করছি। আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে গ্রাহকদের আরও বেশি আধুনিক ও উন্নত পরিষেবা দেওয়া, আর পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে চলা। আমরা বিশ্বাস করি, আমাদের গ্রাহক, কর্মী আর সব স্টেকহোল্ডারের সমর্থন নিয়েই বন্ধন ব্যাঙ্ক আরও বড় সাফল্য অর্জন করবে।’’
বন্ধন ব্যাঙ্ক সারা দেশেই একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গত ১০ বছরে গড়ে উঠেছে। বর্তমানে ৩.১ কোটিরও বেশি গ্রাহককে পরিষেবা দিচ্ছে ব্যাঙ্ক। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাঙ্কের মোট আমানত ছিল ১.৫৫ লক্ষ কোটি টাকা এবং ঋণ অ্যাডভান্স প্রদাণ বাবদ ১.৩৪ লক্ষ টাকা কোটিতে দাঁড়িয়েছে। আগামী দিনে আরও উন্নতি, উদ্ভাবন আর গ্রাহকদের আস্থা অর্জন করার লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে বন্ধন ব্যাঙ্ক।