TRENDING:

Bandhan Bank: বন্ধন ব্যাঙ্ক প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু করল এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট, এতে কী কী সুবিধা মিলবে?

Last Updated:

Bandhan Bank Launches Elite Plus Savings Account : এই নতুন সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা একটি প্রিমিয়াম ‘এলিট প্লাস ডেবিট কার্ড’-সহ একাধিক এক্সক্লুসিভ লাইফস্টাইল বেনিফিট পাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সর্বভারতীয় সর্বজনীন ব্যাঙ্ক হিসেবে বন্ধন ব্যাঙ্ক সম্প্রতি তাদের প্রিমিয়াম গ্রাহকদের উন্নততর ও প্রিমিয়াম ব্যাঙ্কিং পরিষেবা প্রদানের উদ্দেশ্যে ‘এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট’ চালু করল। এই নতুন সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা একটি প্রিমিয়াম ‘এলিট প্লাস ডেবিট কার্ড’-সহ একাধিক এক্সক্লুসিভ লাইফস্টাইল বেনিফিট পাবেন।
বন্ধন ব্যাঙ্ক প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু করল এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট
বন্ধন ব্যাঙ্ক প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু করল এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট
advertisement

এই নতুন প্রডাক্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পার্থ প্রতিম সেনগুপ্ত, এমডি ও সিইও, বন্ধন ব্যাঙ্ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাঙ্কের ইডি ও সিবিও রাজিন্দর কুমার বাব্বর এবং ইডি ও সিওও রতন কুমার কেশ। সৌরভ গঙ্গোপাধ্যায় এই ‘এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট’-এর প্রথম গ্রাহকদের মধ্যে একজন হন।

আরও পড়ুন– Smart Wifi থেকে শুরু করে Heavy Duty পর্যন্ত নানাবিধ সেগমেন্ট, গ্রাহকদের সমস্ত রকম চাহিদার কথা মাথায় রেখেই বাজারে এল ১৫০ মডেলের রুম AC, দামও মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই

advertisement

এলিট প্লাস অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা প্রতি মাসে আনলিমিটেড ফ্রি ডিপজিটের সুযোগ পাবেন। এর পাশাপাশি RTGS, NEFT এবং IMPS ট্রান্সঅ্যাকশনও করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এই অ্যাকাউন্টে রয়েছে আকর্ষণীয় রিওয়ার্ড পয়েন্ট, প্রতি ত্রৈমাসিকে দুইবার কমপ্লিমেন্টারি লাউঞ্জ অ্যাক্সেসের সুবিধা। গ্রাহকরা প্রতি মাসে ৭৫০ টাকা মূল্যের কমপ্লিমেন্টারি সিনেমার টিকিটও পাবেন এবং দেশের কিছু নির্বাচিত অভিজাত গলফ ক্লাবে গলফ ম্যাচ দেখতে যেতে পারবেন।

advertisement

এছাড়াও, এলিট প্লাস গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ভাউচার, মাইলস্টোন রিওয়ার্ড, এবং উন্নত ডেবিট কার্ড ইনসুরেন্স কাভারেজ—যার মধ্যে রয়েছে ১৫ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার এবং ৩ লক্ষ টাকা পর্যন্ত পারচেস প্রোটেকশন সুবিধা।

আরও পড়ুন– চার কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ প্রস্তুত, এখন ২২ ঘণ্টার যাত্রা ১০ ঘণ্টায় সম্পন্ন হবে ! ২১ মিটার প্রশস্ত রাস্তা জুড়ল গুরুগ্রাম-ভদোদরা

advertisement

বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত জানান, ‘‘আমাদের প্রিমিয়াম গ্রাহকদের পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখেই আমরা এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট চালু করেছি। বিলাসবহুল ভ্রমণের সুবিধা থেকে শুরু করে বিশেষ ইনসুরেন্স কাভারেজ—এই অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য এক উন্নত ও স্বতন্ত্র ব্যাঙ্কিং অভিজ্ঞতা প্রদান করবে।’’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই উপলক্ষে ব্যাঙ্ক তাদের আগের বন্ধন এলিট সেভিংস অ্যাকাউন্টও নতুন ফিচার-সহ পুনরায় চালু করেছে, যা HNI গ্রাহকদের আরও উন্নত সুবিধা দিতে সক্ষম হবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bandhan Bank: বন্ধন ব্যাঙ্ক প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু করল এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট, এতে কী কী সুবিধা মিলবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল