Smart Wifi থেকে শুরু করে Heavy Duty পর্যন্ত নানাবিধ সেগমেন্ট, গ্রাহকদের সমস্ত রকম চাহিদার কথা মাথায় রেখেই বাজারে এল ১৫০ মডেলের রুম AC, দামও মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Blue Star launches a comprehensive range of 150 models of Room ACs: দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রার পারদ চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে। আর আসন্ন গরমের তাপদাহে স্বস্তি দিতে পারে এয়ার কন্ডিশনার বা এসি-ই। সেই কথা মাথায় রেখে কম্প্রিহেনসিভ রেঞ্জের ১৫০ মডেলের রুম এসি বাজারে আনল ব্লু স্টার লিমিটেড।
দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রার পারদ চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে। আর আসন্ন গরমের তাপদাহে স্বস্তি দিতে পারে এয়ার কন্ডিশনার বা এসি-ই। সেই কথা মাথায় রেখে কম্প্রিহেনসিভ রেঞ্জের ১৫০ মডেলের রুম এসি বাজারে আনল Blue Star Limited। এর মধ্যে অবশ্য রয়েছে ফ্ল্যাগশিপ প্রিমিয়াম রেঞ্জের এসি-ও। সমস্ত গ্রাহকের চাহিদা এবং সামর্থ্যের কথা মাথায় রেখেই এই লাইন-আপে রাখা হয়েছে বিভিন্ন দামের ইনভার্টার, ফিক্সড স্পিড এবং উইন্ডো এসি।
advertisement
advertisement
চলতি বছরের এসি-র নয়া রেঞ্জ: ৩-স্টার এবং ৫-স্টার ক্যাটাগরিতে মডেলের কম্প্রিহেনসিভ রেঞ্জ লঞ্চ করেছে সংস্থা। মিলবে হাই কুলিং পারফরম্যান্স। ০.৮ টিআর থেকে ৪ টিআর কুলি ক্যাপাসিটির মডেল পাওয়া যাবে। যার দাম শুরু হবে ২৮৯৯০ টাকা থেকে। এই রেঞ্জে থাকছে স্মার্ট ওয়াইফাই এসি-র প্রায় ৪০টি মডেল। যার মধ্যে দেখা যাবে ইউনিক আর স্মার্ট ফিচার। যেমন - কাস্টোমাইজড স্লিপ, ভয়েস কম্যান্ড টেকনোলজি, এনার্জি ম্যানেজমেন্ট ইত্যাদি। এখানেই শেষ নয়, নতুন লঞ্চ করা এসি-তে থাকবে AI Pro+, ডিফ্রস্ট ক্লিন টেকনোলজির মতো শক্তিশালী ফিচারও। এর পাশাপাশি আবার সমস্ত Blue Star inverter AC স্মার্ট রেডি। সেগুলিকে স্মার্ট এসি-তে রূপান্তর করা যাবে। এছাড়া থাকবে ফাস্ট কুলিংয়ের জন্য Turbo Cool ফিচার।
advertisement
ফ্ল্যাগশিপ রেঞ্জ: সংস্থার তরফে ফ্ল্যাগশিপ মডেলও লঞ্চ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হল - Super Energy-Efficient AC, Heavy-Duty AC, Hot & Cold AC এবং AC with Anti-Virus Technology। Super Energy-Efficient AC-তে থাকবে অনন্য ডায়নামিক ড্রাইভ টেকনোলজি। আবার প্রবল তাপপ্রবাহের কথা ভেবে কোম্পানি এনেছে Heavy-Duty AC। আবার সারা বছর গ্রাহকদের ব্যবহারের জন্য আনা হয়েছে Hot & Cold AC। আর শরীর স্বাস্থ্য ভাল রাখতে এবং আরাম দিতে উপযোগী হবে AC with Anti-Virus Technology
advertisement
উৎপাদনের সম্প্রসারণ: নিজের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান Blue Star Climatech Limited মাধ্যমে Blue Star অন্ধ্র প্রদেশের শ্রী সিটিতে একটি অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি প্রতিষ্ঠা করেছে। এখানে ২০২৩ সালের জানুয়ারিতে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। সেই সঙ্গে কোম্পানিটি হিমাচল প্রদেশে রুম এয়ার কন্ডিশনার তৈরির জন্য দুটি প্ল্যান্টও চালায়। এই প্ল্যান্টগুলির সাহায্যে সংস্থার উৎপাদন ক্ষমতা বর্তমানে প্রায় ১.৪ মিলিয়ন রুম এসি, অদূর ভবিষ্যতে ধীরে ধীরে তা ১.৮ মিলিয়ন ইউনিটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
advertisement
advertisement
advertisement
ভবিষ্যৎ সম্ভাবনা: Blue Star Limited-এর ম্যানেজিং ডিরেক্টর বি থিয়াগারাজন (B Thiagarajan, Managing Director, Blue Star ltd) কলকাতায় অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বলেন যে, “২০৩০ সালের মধ্যে ভারতে প্রায় ৪৫০ মিলিয়ন মধ্যবিত্ত গ্রাহকের যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই রুম এসি-র বাজারও পরিবর্তনের পর্যায়ে রয়েছে এবং আগামী কয়েক বছরে এটি দ্রুত প্রসারিত পেতে পারে। সেই সঙ্গে ইন্ডাস্ট্রির ভবিষ্যতের রূপরেখা তৈরি করবে ইতিবাচক প্রবণতা। আর এটাই আমাদের জন্য উল্লেখযোগ্য সুযোগ। আমরা আত্মবিশ্বাসী যে, আমাদের রুম এসি-র রেঞ্জ সমস্ত কনজিউমার সেগমেন্ট এবং দামের বিষয়টাকেও কভার করছে। এটাই মার্কেটে উন্নতির ক্ষেত্রে আমাদের দ্রুত গতি ধরে রাখতে সাহায্য করবে।”
advertisement
এখানেই শেষ নয়, কুলিং প্রডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে Blue Star-এর জয়যাত্রা অব্যাহত। আসলে দেশ জুড়ে ফ্রোজেন ফুড এবং দুগ্ধজাত পণ্য সেবন বেড়ে গিয়েছে। সেই কারণে সংস্থার আশা, তাদের কমার্শিয়াল রেফ্রিজারেশন সলিউশনসের ক্ষেত্রেও ২০ শতাংশ উন্নতি আসবে। এমনটাই জানিয়েছেন ম্যানেজিং ডিরেক্টর বি থিয়াগারাজন। আর তাই উদ্যানপালন, ফুল চাষ, দুগ্ধ, আইসক্রিম, পোল্ট্রি, প্রক্রিয়াজাত খাবার, ক্যুইক সার্ভিস রেস্তোরাঁ, ঔষধ এবং হেলথকেয়ার-সহ বিভিন্ন সেক্টর থেকে আসা সুযোগগুলিকে কাজে লাগাতে চাইছে সংশ্লিষ্ট সংস্থা।