দেশের স্বাধীনতার ৭৫ বর্ষ। তাই এবার বাংলার ৭৫টি প্রজাতির আম বিদেশে রফতানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ৭৫ টি প্রজাতির আমের মধ্যে মালদহের আম সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মুর্শিদাবাদ ও বাংলার অন্যান্য জেলার কিছু প্রজাতির আম চিহ্নিত করা হবে বলে উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে।
উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, জিআই ট্যাগ পেয়েছে মালদহের ফজলি, হিমসাগর ও লক্ষণভোগ। এই তিনটি প্রজাতির আম বিদেশে অবশ্যই পাঠানো হবে। পাশাপাশি মালদহ জেলার বিখ্যাত গোপালভোগ, আলতাপেটি বৃন্দাবনি, ল্যাংড়া, আশিনা, বৃন্দাবনি আশিনা, রাখালভোগ , কিসানভোগ, ফুলিয়া, আম্রপালি ও মল্লিকা, মোহনভোগ,তোতাপুরী, মধুচুষকী,অমৃতভোগ,রাণী পসন্দ,ডালভাঙা, দিলখুস,মোহন ঠাকুর,গোলিয়া, সহ অন্যান্য বেশ কিছু আম পাঠানোর পরিকল্পনা রয়েছে। তবে সমস্ত কিছুই বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে।
advertisement
আরও পড়ুন: সহজেই কোটি টাকার মালিক হতে চান? আপনার জন্য রইল এই পদ্ধতি
ইতিমধ্যে এগ্রিকালচারাল এন্ড প্রসেস ফুড প্রোডাক্ট এক্সপোর্ট ডেভলপমেন্ট অথরিটির পক্ষ থেকে প্রাথমিক স্তরের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় এই সংস্থা রাজ্যের উদ্যান পালন দফতরের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণ করে বিদেশে আম রপ্তানির বিষয়ে আগামী দিনের পরিকল্পনা শুরু করেছে।
আরও পড়ুন: Pan-Aadhaar লিঙ্ক না করালে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি ব্লক হয়ে যাবে? জেনে নিন এখনই!
গত বছর বিদেশে মালদহের আম বিশেষ সুনাম কুড়িয়েছিল। তাই এবার আরো বেশি করে আম পাঠানোর পরিকল্পনা।চলতি মরশুমে এখন পর্যন্ত আবহাওয়া অনুকুল আম চাষে। প্রাকৃতিক কোনো বিপর্যয় না হলে জেলায় রেকর্ড পরিমাণ আম উৎপাদনের সম্ভাবনা। তাই মরশুমের শুরু থেকেই আম বিদেশে রফতানি করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে উদ্যান পালন দফতরের পক্ষ থেকে।
জেলায় প্রচুর আম উৎপাদন হলেও কৃষকেরা সঠিক পরিচর্যা অনেক সময় করে থাকেন না। যার ফলে বিদেশের বাজারে সে আমগুলির তেমন চাহিদাও থাকে না। পরিকল্পনা বাস্তবায়িত করতে জেলার আম চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও অ্যাপেডার উদ্যোগে কলকাতার রপ্তানিকারককে মালদহে নিয়ে আসা হয়।
কৃষকদের সঙ্গে রপ্তানিকারকদের যৌথ প্রাথমিক পর্যায়ের আলোচনাও ইতি মধ্যে হয়ে গিয়েছে। সমস্ত কিছু ঠিক থাকলে দেশের ৭৫ তম স্বাধীনতাকে স্মরণীয় করে রাখতে এই বছর বাংলার ৭৫ টি প্রজাতির আম বিদেশ যাচ্ছে। জেলার অর্থনীতি চাঙ্গা করতে বিদেশে বেশি পরিমাণে আম রফতানি প্রয়োজন তা দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা দাবি জানিয়ে আসছেন। কেন্দ্রীয় সরকারের এই সংস্থার পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামীতে হয়তো আমের মধ্য দিয়ে মালদহের অর্থনীতি অনেকটাই সমৃদ্ধ হবে।
হরষিত সিংহ