আরও পড়ুন: কী কী সুবিধা দিতে চলেছে সেন্ট্রাল ব্যাঙ্কের ডিজিটাল মুদ্রা? জেনে নিন
সূত্রের খবর অনুযায়ী, সরকারি তেল সংস্থাগুলি ধীরে ধীরে প্রতি লিটারে ৫-৬ টাকা করে দাম বাড়াতে পারে ৷ বিশ্ব বাজারে সোমবার অশোধিত তেলের দাম (Crude Oil) ১৩৯ ডলার প্রতি ব্যারেল পেরিয়ে গিয়েছিল, যা জুলাই ২০০৮ সালের পর সর্বোচ্চ ৷ অপরিশোধিত তেলের লাগাতার দাম বৃদ্ধির জেরে তেল সংস্থাগুলির উপরে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর চাপ বেড়েই চলেছে ৷ বর্তমানে তেল সংস্থাগুলি প্রতি লিটারে প্রায় ১২ টাকার লোকসান হচ্ছে ৷
advertisement
আরও পড়ুন: নির্বাচন শেষ হতেই একাধিক শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম, আপনার শহরে কত হল ?
সূত্রের খবর অনুযায়ী, আবগারি শুল্ক ও অন্যান্য ট্যাক্সে ছাড়ের বিষয়ে এখনও কোনও আলোচনা হয়নি ৷ ক্রুডের বর্তমান দাম এই স্তরে বেশি দিন থাকলে, কেন্দ্র ও রাজ্য সরকার মিলে ট্যাক্স ছাড় দিতে পারে বলে মনে করা হচ্ছে ৷
নির্বাচনের রেজাল্ট আসার অপেক্ষা -
পাঁচ রাজ্যে নির্বাচনের রেজাল্ট আসা পর্যন্ত দাম বৃদ্ধির জন্য অপেক্ষা করতে পারে তেল সংস্থাগুলি বলে মনে করা হচ্ছে ৷ অনুমান করা হচ্ছে ১০ মার্চের পর পেট্রোল ও ডিজেলের প্রতিদিন দাম বৃদ্ধির প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে যা ৪ নভেম্বরের পর থেকে বন্ধ রয়েছে ৷ সেই সময় (৪ নভেম্বর) ক্রুড অয়েলের দাম ৮৩ ডালর প্রতি ব্যারেল হয়ে যাওয়ায় কেন্দ্র সরকার পেট্রোলের আবগারি শুল্ক ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা প্রতি লিটারে কমিয়েছিল ৷ এরপর বেশ কিছু রাজ্যও ভ্যাট কমিয়েছিল ৷
আরও পড়ুন: কর্মজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নিয়ে যা না জানলেই নয়!
দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের উপরে ক্রুড অয়েলের দাম ও টাকার মূল্যের সবচেয়ে বেশি প্রভাব পড়ে ৷ ফরেক্স মার্কেটে রেকর্ড তলানিতে পৌঁছে গিয়েছে টাকা ৷ এর জেরে তেল সংস্থাগুলিকে আরও বেশি টাকা দিয়ে ক্রুড অয়েল কিনতে হচ্ছে ৷ ফলে বিশেষজ্ঞদের মতে শীঘ্রই ৫-৬ টাকা প্রতি লিটারে বৃদ্ধি করা হতে পারে ৷