বাড়ি সাজানোর কার্নিস মডেলিং তৈরি করে দিনে প্রায় ১০০০ টাকা আয় করে রোজগারের দিশা দেখাচ্ছেন মালদহের এই হস্তশিল্পীরা। ক্রোন মডেলিং, বেস বোর্ড, চেয়ার রলস, কেসিং, প্যানেল মডেলিং, বিডবোর্ড ইত্যাদি ধরনের বিভিন্ন রকম নকশা ডিজাইন তৈরি করেন তারা। এই নকশা ডিজাইনের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে।
আরও পড়ুন: দেশি মাগুর চাষ করে বিপুল লাভ ! দেখে নিন কীভাবে ?
advertisement
ছোট্ট একটি কারখানা করে মালদহের ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকায় এই নকশা ডিজাইন তৈরি করে বিক্রি করছেন মালদহের মোথাবাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ রিজওয়ান করিম। পরিবারের হাল ধরতে আগে ভিন রাজ্যে এই কাজে পাড়ি দিতেন তিনি। বর্তমানে প্রশিক্ষণ নিয়ে এসে বাড়ির কাছেই ছোট্ট একটি কারখানা গড়ে বাড়ি সাজানোর এই নকশা তৈরি করছেন তিনি। বর্তমানে তার এই কারখানায় দুইজন শ্রমিক কাজ করেন। এই নকশা ডিজাইন বিক্রি করে মাসে প্রায় লক্ষাধিক টাকা আয় করে রোজগারের পথ দেখাচ্ছেন মালদহের এই হস্তশিল্পী।
আরও পড়ুন: সরকারি অধাকারিকের নাম করে ফোন! চাকরির প্রলোভন দেখিয়ে হাজার হাজার টাকার প্রতারণার অভিযোগ
কর্মসংস্থান না থাকায় আজও বহু শ্রমিক পাড়ি দেন ভিন রাজ্যে। জেলার বিভিন্ন শ্রমিকদের একাধিক ধরনের হস্তশিল্পের দক্ষতা থাকা সত্ত্বেও কাজ না পাওয়ায় ভিন রাজ্যে কাজে যেতে দেখা যায়। তবে মালদহের এই হস্তশিল্পীদের জেলাতেই রোজগারের পথ নজর কেড়েছে সকলের।
জিএম মোমিন