আরও পড়ুন: ফিরে এল ইংরেজ আমলের স্মৃতি! জলপাইগুড়ির রেসকোর্স কাঁপাচ্ছেন বিলেত ফেরত ঘোড় সওয়ার
মৌমাছি প্রতিপালন করে ভাল আয় করুন। মৌমাছি থেকে শুধু মধু নয়, পাওয়া যায় আরও বেশ কিছু উপকারি উপাদান। যা সাধারণভাবে অ্যাপিকালচার নামেই বিশেষ পরিচিত সকলের মাঝে। এই সকল উপাদান ব্যবহার করা হয়ে থাকে নানান গুরত্বপূর্ণ জিনিসের মধ্যে। তাই মধুকে শুধু গুরত্ব দিলে চলবে না। মধু ছাড়াও এই উপাদানগুলিকেও সমান গুরত্ব দিতে হবে।
advertisement
কোচবিহারের এক মৌমাছি প্রতিপালক কৃষ্ণপদ সরকার জানান, বহু সময় আগে থেকেই তিনি এই মৌমাছি প্রতিপালনের সঙ্গে যুক্ত। তবে তাঁরা শুধু মৌমাছির মধু নয়, আরও উপাদান সংগ্রহ করে থাকেন। এই সকল উপাদান বেশ ভাল মুনাফা দেয়। এই সকল উপাদানের বাজারজাত মূল্য রয়েছে বেশ অনেকটাই। মৌমাছি থেকে মধু ছাড়াও পাওয়া যায় মোম, পোলেন এবং মৌমাছির হুলের বিষ। মৌমাছির মোম ব্যবহার করা হয় কসমেটিক্স ও ওষুধ তৈরির কাজে। মৌমাছির পোলেন দারুণ পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার। এছাড়া মৌমাছির হুলের বিষ থেকেও নানা ধরনের ওষুধ তৈরি করা হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তিনি আরও জানান, এই সকল উপাদান মধুর মতন খুব সহজেই পাওয়া যায়। মোম পাওয়া যায় মৌমাছির চাক থেকে। পোলেন হল মৌমাছির গায়ে লেগে থাকা বড় আকারের পরাগ কণা। যা মৌমাছি নিজের বাচ্চাদের খাওয়ানোর জন্য ব্যবহার করে থাকে। এর মধ্যে পুষ্টিগুণ থাকেন অনেক বেশি পরিমাণে। এছাড়া ক্ষুদে ভারতীয় মৌমাছির হুলের বিষ থেকে নানা ধরনের ব্যথা উপশম ওষুধ তৈরি হয়।
সার্থক পণ্ডিত