DL নিয়ে কেন্দ্র সরকারের বড় ঘোষণা
সড়ক পরিবহন মন্ত্রকের তরফে, এবার গাড়ি সংস্থাগুলি অটোমোবাইল অ্যাসোসিয়েশন এবং এনজিও-কে ড্রাইভিং লাইসেন্সের ট্রেনিং দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে ৷ ড্রাইভিংস টেস্ট পাস করা ব্যক্তিদের এই সংস্থাগুলি ড্রাইভিং লাইলেন্স জারি করতে পারবে ৷
ড্রাইভিং লাইসেন্স নিয়ে সময় সময়ে নির্দেশ জারি করা হয়ে থাকে
advertisement
ড্রাইভিং লাইসেন্স (Driving License) এবং তার সঙ্গে যুক্ত একাধিক পরিষেবা নিয়ে কেন্দ্র সরকার সময় সময়ে নতুন নির্দেশ জারি করে থাকে ৷ বিশেষ করে সম্প্রতি উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, দিল্লি-এনসিআর ও ঝাড়খণ্ডের মতো রাজ্য ও অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলে লার্নিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের জন্য নয়া নিয়ম লাগু করা হয়েছে ৷ আবার বেশ কিছু রাজ্যে কেবল অনলাইনে আবেদন গ্রহণ করা হয় ৷
করোনার জেরে দেশের প্রায় সমস্ত রাজ্যে পরিবহন বিভাগ লার্নিং লাইসেন্সের জন্য ফি জমার বিষয়ে বেশ কিছু বদল করেছে ৷ এখন নতুন ব্যবস্থা অনুযায়ী, স্লট বুকিং হওয়ার পর লার্নিং লাইসেন্সের জন্য টাকা জমা করতে হয় ৷ টাকা জমা হওয়ার পর আপনার সুবিধার মতো পরীক্ষার তারিখ সিলেক্ট করার অপশন থাকবে আপনার কাছে ৷ পরিবহন বিভাগের ওয়েবসাইটে গিয়ে ড্রাইভিং লাইসেন্স (Driving License) সংক্রান্ত একাধিক বিষয়ে বিস্তারিত জানতে পারবেন ৷