TRENDING:

কৃষকদের জন্য বড়সড় সিদ্ধান্ত সরকারের! কৃষি খাতে এ-বার তৈরি হবে ৩ সমবায় সমিতি!

Last Updated:

সমবায়ের মাধ্যমে কৃষকদের বীজ সরবরাহ, উৎপাদিত জৈব পণ্য বাজারজাতকরণ এবং কৃষি পণ্য রফতানিতে সাহায্য করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার। বুধবার কৃষি খাতে ৩টি সমবায় সমিতি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমবায়ের মাধ্যমে কৃষকদের বীজ সরবরাহ, উৎপাদিত জৈব পণ্য বাজারজাতকরণ এবং কৃষি পণ্য রফতানিতে সাহায্য করা হবে। উল্লেখ্য, বর্তমানে সারা দেশে ৮ হাজার সমবায় সমিতি রয়েছে। এর সঙ্গে যুক্ত ২৯ কোটি সদস্য। এই সদস্যরা প্রধানত কৃষি এবং সংশ্লিষ্ট কাজ করেন।
advertisement

সমবায় সমিতি কী:

সমবায় সমিতি এমন সংগঠন, যেখানে ১০ জন বা তার বেশি সদস্য সম্মিলিত প্রচেষ্টায় কল্যাণমূলক কাজ করে থাকেন। দেশে দুধ, চিনি, সার এবং আবাসনের ক্ষেত্রে একাধিক সমবায় সমিতি রয়েছে। কিন্তু সমবায় প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই খারাপ।

আরও পড়ুন: এখনও কেন টাকা ঢুকছে না? প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৩তম কিস্তি পিছিয়ে যাওয়ার কারণটা এটাই নয় তো?

advertisement

জাতীয় পর্যায়ে কৃষকদের জন্য কোনও সমবায় সমিতি নেই:

কৃষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল বীজ। কৃষকরাই বীজের প্রাথমিক উৎপাদক এবং ভোক্তা। কিন্তু বর্তমানে হাতে গোনা কয়েকটি সমবায় সমিতিই বীজের ব্যবসা করে থাকে। এ ক্ষেত্রে জাতীয় পর্যায়ে কোনও কার্যকরী সমবায় সমিতিও নেই। এখন দেখে নেওয়া যাক, কোন তিনটি সমবায় সমিতি থাকবে এবং তাদের কাজ কী হবে।

advertisement

ভারতীয় বীজ সমবায় সমিতি:

বীজ উৎপাদন ও সরকারি ভাবে সংগ্রহের পাশাপাশি এই কমিটি একক ব্র্যান্ডের অধীনে কৃষকদের উন্নত মানের বীজ সরবরাহ করবে। এর জন্য সমবায়ের নেটওয়ার্ক ব্যবহার করা হবে। এতে বীজ প্রতিস্থাপন হার এবং বীজের বৈচিত্র্য প্রতিস্থাপন হার অর্জনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। আইএফএফসিও, কেআরআইবিএইচসিও, এনএএফইডি, এনডিডিবি এবং এনসিডিসি এই জাতীয় স্তরের সমবায়গুলির প্রচার করবে। পাশাপাশি প্রচারের মূলধনও জোগাবে। এই সোসাইটির প্রধান প্রবর্তক হবে কেআরআইবিএইচসিও।

advertisement

আরও পড়ুন: দীপাবলিতেই রাস্তায় নামবে BYD Seal! আসছে নতুন প্রিমিয়াম ইলেকট্রিক সেডান

ন্যাশনাল কো-অপারেটিভ অর্গানিক:

এই সমিতি জৈব পণ্য সরবরাহ করবে। সমবায়গুলিকে প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে। স্বীকৃত অর্গানিস ল্যাব এবং সার্টিফিকেশন এজেন্সিগুলিকে এক ছাতার তলায় এনে কৃষকদের পরীক্ষা এবং সার্টিফিকেশনের সুযোগ করে দেবে। এই কমিটি প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি এবং ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশনের মাধ্যমে জৈব পণ্য উৎপাদনকারী কৃষকদের আর্থিক সহায়তাও প্রদান করবে।

advertisement

ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্ট:

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এই সমিতি সমবায় এবং তাদের সংশ্লিষ্ট ইউনিটের উদ্বৃত্ত পণ্য ও পরিষেবা রফতানির জন্য ছাতা সংগঠন হিসেবে কাজ করবে। ট্রেডিং, সরকারি ক্রয়, স্টোরেজ, প্রসেসিং, মার্কেটিং, ব্র্যান্ডিং, লেবেলিং, প্যাকেজিং, সার্টিফিকেশন থেকে শুরু করে মার্কেট ইন্টেলিজেন্স সংগ্রহ পর্যন্ত, সবই পাওয়া যাবে এখান থেকে। সরকারের রফতানি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজও এই কমিটির হাতেই থাকবে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কৃষকদের জন্য বড়সড় সিদ্ধান্ত সরকারের! কৃষি খাতে এ-বার তৈরি হবে ৩ সমবায় সমিতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল