দীপাবলিতেই রাস্তায় নামবে BYD Seal! আসছে নতুন প্রিমিয়াম ইলেকট্রিক সেডান

Last Updated:
সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় গোপালকৃষ্ণণ জানিয়েছেন চলতি বছরের শেষার্ধেই গাড়ি পৌঁছে দেওয়া হবে গ্রাহকেরা হাতে।
1/5
ভারতে আসছে আরও একটি অসাধারণ বৈদ্যুতীন গাড়ি। BYD India-র তরফে জানা গিয়েছে, তারা তাদের প্রিমিয়াম ইলেকট্রিক সেডান Seal নিয়ে আসছে এ দেশে। অটো এক্সপো ২০২৩-এ সে গাড়ির আবরণ উন্মোচনও হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, আগামী দীপাবলিতেই পথে নামতে পারে এই নতুন এসইউভি। এর আগে e6 ইলেকট্রিক MPV এবং Atto3 SUV গাড়ি দু’টি ভারতীয় বাজারে এসেছে। সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় গোপালকৃষ্ণণ জানিয়েছেন চলতি বছরের শেষার্ধেই গাড়ি পৌঁছে দেওয়া হবে গ্রাহকেরা হাতে।
ভারতে আসছে আরও একটি অসাধারণ বৈদ্যুতীন গাড়ি। BYD India-র তরফে জানা গিয়েছে, তারা তাদের প্রিমিয়াম ইলেকট্রিক সেডান Seal নিয়ে আসছে এ দেশে। অটো এক্সপো ২০২৩-এ সে গাড়ির আবরণ উন্মোচনও হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, আগামী দীপাবলিতেই পথে নামতে পারে এই নতুন এসইউভি। এর আগে e6 ইলেকট্রিক MPV এবং Atto3 SUV গাড়ি দু’টি ভারতীয় বাজারে এসেছে। সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় গোপালকৃষ্ণণ জানিয়েছেন চলতি বছরের শেষার্ধেই গাড়ি পৌঁছে দেওয়া হবে গ্রাহকেরা হাতে।
advertisement
2/5
BYD Seal আসলে একটি প্রিমিয়াম বৈদ্যুতীন গাড়ি। বিশ্ব বাজারে টেসলা মেডল ৩-এর সঙ্গেই এর টক্কর। প্রায় ৪৮০০ মিলিমিটার দৈর্ঘ্য, ১৮৭৫ মিলিমিটার প্রস্থ এবং ১৪৬০ মিলিমিটার উচ্চতা বিশিষ্ট সিল-এর অনুপ্রেরণা বলা যেতে পারে ২০২১ সালে প্রদর্শিত Ocean X গাড়িটি। Seal-এ রয়েছে একটি অ্যারোডায়নামিক বডি যা মাত্র ০.২১ সিডি ড্র্যাগের সহায়ক। এর সামনে রয়েছে বুমেরাং আকৃতির এলইডি ডিআরএল-সহ ক্রিস্টাল এলইডি হেডল্যাম্প। পিছনের আলোতেও থাকছে চওড়া এলইডি।
BYD Seal আসলে একটি প্রিমিয়াম বৈদ্যুতীন গাড়ি। বিশ্ব বাজারে টেসলা মেডল ৩-এর সঙ্গেই এর টক্কর। প্রায় ৪৮০০ মিলিমিটার দৈর্ঘ্য, ১৮৭৫ মিলিমিটার প্রস্থ এবং ১৪৬০ মিলিমিটার উচ্চতা বিশিষ্ট সিল-এর অনুপ্রেরণা বলা যেতে পারে ২০২১ সালে প্রদর্শিত Ocean X গাড়িটি। Seal-এ রয়েছে একটি অ্যারোডায়নামিক বডি যা মাত্র ০.২১ সিডি ড্র্যাগের সহায়ক। এর সামনে রয়েছে বুমেরাং আকৃতির এলইডি ডিআরএল-সহ ক্রিস্টাল এলইডি হেডল্যাম্প। পিছনের আলোতেও থাকছে চওড়া এলইডি।
advertisement
3/5
কেবিনে থাকছে প্রিমিয়াম লুক, যা অত্যন্ত নরম ও আরাম দায়ক। ভিতরে থাকছে ১৫.৬ ইঞ্চি রোটেটিং টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। পাশাপাশি রয়েছে ১০.২৫ ইঞ্চির একটি বড় ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, যার সঙ্গে থাকছে হেড-আপ ডিসপ্লেও। সেন্টার কনসোলে থাকবে ড্রাইভ সিলেক্টর, এসি ভেন্টস এবং দু’টি ওয়্যারলেস চার্জিং প্যাড।
কেবিনে থাকছে প্রিমিয়াম লুক, যা অত্যন্ত নরম ও আরাম দায়ক। ভিতরে থাকছে ১৫.৬ ইঞ্চি রোটেটিং টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। পাশাপাশি রয়েছে ১০.২৫ ইঞ্চির একটি বড় ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, যার সঙ্গে থাকছে হেড-আপ ডিসপ্লেও। সেন্টার কনসোলে থাকবে ড্রাইভ সিলেক্টর, এসি ভেন্টস এবং দু’টি ওয়্যারলেস চার্জিং প্যাড।
advertisement
4/5
BYD Seal গাড়িটি তৈরি করা হয়েছে অটোমেকার ডেডিকেটেড ই-প্লাটফর্ম ৩.০-র উপর ভিত্তি করে। এতে থাকছে ব্লেড ব্যাটারি প্যাক। সারা বিশ্বে এই ব্যাটারির দু’টি রেঞ্জই পাওয়া যাবে—৬১.৪ কেডব্লুএইচ এবং ৮২.৫ কেডব্লিএইচ। প্রথমটির ক্ষেত্রে একবার চার্জ করলে প্রায় ৫৫০ কিলোমিটার পর্যন্ত সফর করা যাবে, দ্বিতীয়টির ক্ষেত্রে একবার চার্জ করলে প্রায় ৭০০ কিলোমিটার চলা যাবে। এর চার্জারও বেশ শক্তিশালী। দু’টি রেঞ্জে মিলবে চার্জারও। প্রথমটি ১৫০কেডব্লু পর্যন্ত দ্রুত চার্জ করার ক্ষমতা রাখে, দ্বিতীয়টি ১১০ কেডব্লু।
BYD Seal গাড়িটি তৈরি করা হয়েছে অটোমেকার ডেডিকেটেড ই-প্লাটফর্ম ৩.০-র উপর ভিত্তি করে। এতে থাকছে ব্লেড ব্যাটারি প্যাক। সারা বিশ্বে এই ব্যাটারির দু’টি রেঞ্জই পাওয়া যাবে—৬১.৪ কেডব্লুএইচ এবং ৮২.৫ কেডব্লিএইচ। প্রথমটির ক্ষেত্রে একবার চার্জ করলে প্রায় ৫৫০ কিলোমিটার পর্যন্ত সফর করা যাবে, দ্বিতীয়টির ক্ষেত্রে একবার চার্জ করলে প্রায় ৭০০ কিলোমিটার চলা যাবে। এর চার্জারও বেশ শক্তিশালী। দু’টি রেঞ্জে মিলবে চার্জারও। প্রথমটি ১৫০কেডব্লু পর্যন্ত দ্রুত চার্জ করার ক্ষমতা রাখে, দ্বিতীয়টি ১১০ কেডব্লু।
advertisement
5/5
পাওয়ার ট্রেনের ক্ষেত্রে এই বৈদ্যুতীন সেডানে থাকছে একটি সিঙ্গল পিএমএস এবং ডুয়াল মোটর। ফলে বোঝাই যাচ্ছে ভারতে এই প্রথম ডুয়াল মোটরের সঙ্গে ৫২৩ বিএইচপি-র যুগলবন্দি পাওয়া যাবে। BYD Seal প্রিমিয়াম দামেও পাওয়া যাবে এ দেশে। মনে করা হচ্ছে ভারতীয় মুদ্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকা হতে পারে এর দাম। সে ক্ষেত্রে এ দেশে Kia EV6 এবং BMW i4-এর সঙ্গে জোরদার টক্কর হবে Seal-এর। তবে শুধু BYD Seal-ই নয়, চিনা এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা এ বার Atto 3 লিমিটেড এডিশনের জংলা সবুজ গাড়িও প্রদর্শন করেছে। মাত্র ১২০০টি গাড়ি রয়েছে এই এডিশনে। ১১ জানুয়ারির পর থেকেই এই গাড়িগুলি গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
পাওয়ার ট্রেনের ক্ষেত্রে এই বৈদ্যুতীন সেডানে থাকছে একটি সিঙ্গল পিএমএস এবং ডুয়াল মোটর। ফলে বোঝাই যাচ্ছে ভারতে এই প্রথম ডুয়াল মোটরের সঙ্গে ৫২৩ বিএইচপি-র যুগলবন্দি পাওয়া যাবে। BYD Seal প্রিমিয়াম দামেও পাওয়া যাবে এ দেশে। মনে করা হচ্ছে ভারতীয় মুদ্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকা হতে পারে এর দাম। সে ক্ষেত্রে এ দেশে Kia EV6 এবং BMW i4-এর সঙ্গে জোরদার টক্কর হবে Seal-এর। তবে শুধু BYD Seal-ই নয়, চিনা এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা এ বার Atto 3 লিমিটেড এডিশনের জংলা সবুজ গাড়িও প্রদর্শন করেছে। মাত্র ১২০০টি গাড়ি রয়েছে এই এডিশনে। ১১ জানুয়ারির পর থেকেই এই গাড়িগুলি গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
advertisement