এখনও কেন টাকা ঢুকছে না? প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৩তম কিস্তি পিছিয়ে যাওয়ার কারণটা এটাই নয় তো?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৩তম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের এখনই করতে হবে এই কাজ।
#কলকাতা: পুরো ভারত জুড়ে অনেক কৃষকই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৩তম কিস্তির আশায় বসে রয়েছে। সূত্র মারফত জানা গিয়েছিল যে জানুয়ারির প্রথম সপ্তাহে কৃষকদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২,০০০ টাকা ঢুকে যাবে, কিন্তু এমন হয়নি। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মানি নিধি যোজনার ই-কেওয়াইসিতে কিছু ভুল থাকার কারণে ১৩তম কিস্তির টাকা পাঠাতে দেরি হচ্ছে। আসলে যাঁরা অসৎ উপায়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা নিচ্ছেন, তাঁদের খুঁজে বের করার প্রক্রিয়া শুরু হয়েছে। তাই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৩তম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের এখনই করতে হবে এই কাজ।
১৩তম কিস্তির টাকা পাওয়ার জন্য পূরণ করতে হবে এই প্রক্রিয়া -
জানা গিয়েছে যে জানুয়ারি মাসেই কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৩তম কিস্তির টাকা ঢুকে যাবে। কিন্তু এর মধ্যে সকল কৃষককে ই-কেওয়াইসি পূরণ করতে হবে। যে সকল কৃষক এখনও তাঁদের ই-কেওয়াইসি প্রক্রিয়া পূরণ করেনি, তাঁদের ১৩তম কিস্তির টাকা পাওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়া পূরণ করতে হবে।
advertisement
আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার, বাজেটের আগে সরকারকে IMF-এর পরামর্শ!
advertisement
কম হতে পারে সংখ্যা -
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জন্য কৃষকদের বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে। কারণ লক্ষ্য করে দেখা গিয়েছে যে বেশ কয়েকজন অসৎ ভাবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা নিয়ে চলেছেন। সরকার এর বিরুদ্ধে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১২তম কিস্তি দেওয়ার সময় উত্তরপ্রদেশের প্রায় ২১ লাখের বেশি লোকের নাম কেটে দেওয়া হয়েছে।। এছাড়া ওড়িশা, মধ্যপ্রদেশেও বড় সংখ্যায় নাম বাদ দেওয়া হয়। যে সকল লোকের নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে বাদ দেওয়া হয়েছে তাঁদের সরকারের তরফে নোটিশ পাঠিয়ে বলে দেওয়া হয়েছে যে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যোজনায় পাওয়া সকল টাকা ফেরত দিতে হবে।
advertisement
বছরে ৬ হাজার টাকার সাহায্য -
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার প্রতি বছর কৃষকদের ৬ হাজার টাকা করে আর্থিক সাহায্য করে থাকে। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। প্রতি বছর ৪ মাস অন্তর অন্তর ৩ কিস্তিতে কৃষকদের এই সাহায্য করা হয়ে থাকে।
advertisement
কোনও ধরনের সমস্যা হলে এখনই যোগাযোগ করা উচিত -
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কে কোনও ধরনের সমস্যা হলে, এখনই আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা উচিত। ই-মেল আইডি হল pmkisan-ict@gov.in। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার হেল্প লাইন নম্বর হল ১৫৫২৬১। এছাড়াও রয়েছে ১৮০০১১৫৫২৬ এবং ০১১-২৩৩৮১০৯২ নম্বর।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2023 5:30 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এখনও কেন টাকা ঢুকছে না? প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৩তম কিস্তি পিছিয়ে যাওয়ার কারণটা এটাই নয় তো?