আরও পড়ুন: জেনে নিন কীভাবে দায়বদ্ধতা শংসাপত্রের জন্য অফলাইনে আবেদন করবেন....
রাশিয়া সীমান্ত লাগোয়া ইউক্রেনের দুই জায়গা, ডনেৎস্ক আর লুহানস্ক। দুই এলাকাকেই স্বাধীন ঘোষণা করে দিয়েছে পুতিনের রাশিয়া। সার্বভৌম রাষ্ট্র হিসেবে নাম দেওয়া হয়েছে ৷ ইউক্রেন সঙ্কটের জেরে ক্রুড অয়েলের সাপ্লাই নিয়ে চিন্তা দেখা দিয়েছে বিশ্বজুড়ে ৷ এর জেরে লাগাতার দাম বেড়ে চলেছে অপরিশোধিত তেলের ৷
advertisement
একদিন আগেও ব্রেন্ট ক্রুডের দাম ৯৫ ডলারের আশপাশে ছিল ৷ মঙ্গলবার ৩.৭ শতাংশ বেড়ে সেটা ৯৮.৮৭ ডলার প্রতি ব্যারেল হিসেবে ব্যবসা করছে ৷ WTI ক্রুডের দামও ৪.৮ শতাংশ বেড়ে ৯৫.৪৮ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন: কোন কোন রাজ্যে অনলাইনে দায়বদ্ধতা শংসাপত্রের জন্য আবেদন করা যায়?
ডনেৎস্ক বা লুহানস্কে সরাসরি রাশিয়া আক্রমণ করেনি। অভিযোগ, রাশিয়ান বিচ্ছিন্নতাবাদীদের মদত দিয়ে এই দুই জায়গা ইউক্রেন থেকে ভাঙার পরিকল্পনা করেছেন ভ্লাদিমির পুতিন। আর এরপরেই সেই জায়গায় ঢুকতে শুরু করেছে লাল সেনা। এই অবস্থায় রাশিয়ার সঙ্গে সমস্ত কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করার কথা ঘোষণা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি।
আমেরিকা, ইউরোপ আর ব্রিটেনের নিষেধাজ্ঞার মুখে রাশিয়া। ব্রিটেন ঘোষণা করে দিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু। এই অবস্থায় ভারসাম্যের দেশ ভারত অস্বস্তিতে। রাশিয়া বা ইউক্রেন দুই দেশের সঙ্গেই ভারতের ভালো সম্পর্ক। ইউক্রেনে কুড়ি হাজারের বেশি ভারতীয়। সেখানকার মেডিক্যাল কলেজে কয়েকশো ভারতীয় ছাত্র। তাদেরকে ফেরানো শুরু হয়েছে। শান্তির বার্তা দিচ্ছে নয়াদিল্লি।
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর! হোলিতে ১০০০০ টাকা উপহার দেবে সরকার !
বিশেষজ্ঞদের মতে রাশিয়া ও ইউক্রেন সঙ্কটের জেরে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার প্রতি ব্যারেল ছাড়িয়ে যেতে পারে ৷