TRENDING:

Amazon | CAIT: গুজরাত সরকারের সঙ্গে মউ চুক্তি সাক্ষর অ্যামাজনের, বিরোধীতায় ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি !

Last Updated:

Amazon signs MoU with Gujarat: CAIT-র পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘একটি আইন লঙ্ঘণকারী সংস্থার সঙ্গে গুজরাত সরকারের এই হাত মেলানোর ফলে গুজরাতের ব্যবসায়ীরা বাদে দেশের অন্যান্য ব্যবসায়ীরা নিজেদের প্রতারিত হয়েছেন বলে মনে করছেন ৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দেশের ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (Confederation Of All India Traders) বা CAIT মঙ্গলবার ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon) সঙ্গে গুজরাত সরকারের (Gujarat Government) একটি মউ (Mou) চুক্তিতে সাক্ষর করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ৷ তাদের দাবি, আমেরিকার এই ই-কমার্স সংস্থা বাজারের প্রতিযোগীতা বিরোধী মূলক কাজ করেছে ৷ অ্যামাজনের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে সংস্থার গুজরাতের শিল্প ও খনি দফতরের সঙ্গে একটি চুক্তি হয়েছে ৷ এর ফলে ওই রাজ্য থেকে ই-কমার্স রফতানি ও ব্যবসার কাজে গতি আরও বাড়বে ৷ গুজরাতের MSME গুলিকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে মেড ইন ইন্ডিয়া (Made In India) প্রডাক্টের গ্লোবাল ব্যবসার পথ প্রশস্থ করবে অ্যামাজন ৷ এমনটাই ই-কমার্স সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে ৷
advertisement

আরও পড়ুন- অ্যামাজন দিচ্ছে মাসে ৬০-৭০ হাজার টাকা উপার্জনের সুযোগ ! মাত্র ৪ ঘণ্টা কাজ করলেই যথেষ্ট

CAIT-র পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘একটি আইন লঙ্ঘণকারী সংস্থার সঙ্গে গুজরাত সরকারের এই হাত মেলানোর ফলে গুজরাতের ব্যবসায়ীরা বাদে দেশের অন্যান্য ব্যবসায়ীরা নিজেদের প্রতারিত হয়েছেন বলে মনে করছেন ৷ সিএআইটি এই ধরণের মউ চুক্তির বিরোধীতা করছে ৷ ’

advertisement

অ্যামাজন ইন্ডিয়ার পক্ষ থেকে মঙ্গলবার একটি বিবৃতিতে জানানো হয়েছে, গুজরাত সরকারের শিল্প এবং খনি বিভাগের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে ৷ এর ফলে এ দেশে তৈরি জিনিস ২০০-র বেশি দেশে কোটি কোটি অ্যামাজনের গ্রাহকদের বিক্রি করা সম্ভব হবে ৷

আরও পড়ুন-Amazon-এ চাকরির বড় সুযোগ! একসঙ্গে ৫৫,০০০ কর্মী নিয়োগ আগামী মাসেই

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১ লক্ষ ব্লেডের মা কালী! 'উড়ান' নায়িকার হাতে নদিয়ার নজরকাড়া পুজোর উদ্বোধন
আরও দেখুন

আরও জানানো হয়েছে, যে অ্যামাজন আহমেদাবাদ, ভদোদরা, সুরত এবং রাজকোটের মতো গুজরাতের শহরগুলিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ওয়েবিনারের মতো আরও অনেক ওয়ার্কশপের ব্যবস্থা করবে ৷ অ্যামাজনের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের জিনিস সংস্থার ৩০ কোটি বেশি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Amazon | CAIT: গুজরাত সরকারের সঙ্গে মউ চুক্তি সাক্ষর অ্যামাজনের, বিরোধীতায় ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল