আরও পড়ুন- অ্যামাজন দিচ্ছে মাসে ৬০-৭০ হাজার টাকা উপার্জনের সুযোগ ! মাত্র ৪ ঘণ্টা কাজ করলেই যথেষ্ট
CAIT-র পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘একটি আইন লঙ্ঘণকারী সংস্থার সঙ্গে গুজরাত সরকারের এই হাত মেলানোর ফলে গুজরাতের ব্যবসায়ীরা বাদে দেশের অন্যান্য ব্যবসায়ীরা নিজেদের প্রতারিত হয়েছেন বলে মনে করছেন ৷ সিএআইটি এই ধরণের মউ চুক্তির বিরোধীতা করছে ৷ ’
advertisement
অ্যামাজন ইন্ডিয়ার পক্ষ থেকে মঙ্গলবার একটি বিবৃতিতে জানানো হয়েছে, গুজরাত সরকারের শিল্প এবং খনি বিভাগের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে ৷ এর ফলে এ দেশে তৈরি জিনিস ২০০-র বেশি দেশে কোটি কোটি অ্যামাজনের গ্রাহকদের বিক্রি করা সম্ভব হবে ৷
আরও পড়ুন-Amazon-এ চাকরির বড় সুযোগ! একসঙ্গে ৫৫,০০০ কর্মী নিয়োগ আগামী মাসেই
আরও জানানো হয়েছে, যে অ্যামাজন আহমেদাবাদ, ভদোদরা, সুরত এবং রাজকোটের মতো গুজরাতের শহরগুলিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ওয়েবিনারের মতো আরও অনেক ওয়ার্কশপের ব্যবস্থা করবে ৷ অ্যামাজনের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের জিনিস সংস্থার ৩০ কোটি বেশি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবেন ৷