TRENDING:

Amazon-এর এই ‘গোপন’ ওয়েবসাইট সম্পর্কে জেনে নিন, এখানে জিনিসপত্র পাবেন অর্ধেকেরও কম দামে !

Last Updated:

Amazon Secret Website: অ্যামাজনের এই গোপন ওয়েবসাইটে রিটার্ন প্রডাক্ট বা সামান্য ডিফেক্টিভ জিনিসপত্রগুলিকে অনেক কম দামে কিনতে পারবেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আপনি যদি অনলাইনে শপিং করেন, তাহলে আপনার জন্য এটি কাজের খবর ৷ সস্তায় অনলাইন শপিংয়ের জন্য আপনাকে একটি গোপন বা সিক্রেট ওয়েবসাইট সম্পর্কে জানাচ্ছি আমরা ৷ যেখানে অর্ধেকেরও কম দামে জিনিসপত্র পাবেন আপনি ৷ কথা হচ্ছে ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়্যার হাউজের (Amazon Warehouse Deals) ৷ যেখানে ৭ হাজার টাকা দামের জিনিস মাত্র ২ হাজার টাকায় পেয়ে যেতে পারেন ৷ পাশাপাশি অ্যামাজনের এই গোপন ওয়েবসাইটে রিটার্ন প্রডাক্ট বা সামান্য ডিফেক্টিভ জিনিসপত্রগুলিকে অনেক কম দামে কিনতে পারবেন ৷
Photo: News18 Hindi
Photo: News18 Hindi
advertisement

এই সিক্রেট ওয়েবসাইট কী ?

লকডাউনের সময় যখন অনেক দোকানপাট বন্ধ ছিল ৷ তখন অধিকাংশ মানুষ জিনিস কেনাকাটার জন্য অ্যামাজনকেই বেছে নিয়েছিলেন ৷ এখানে এমনিতে প্রডাক্টের উপর অফার চলতেই থাকে ৷ পাশাপাশি অ্যামাজনের এই গোপন ওয়েবসাইটে আপনি আরও কম দামে ফিরিয়ে দেওয়া আইটেমগুলি কিনতে পারেন ৷ বাক্স খোলা হয়ে গেলে, সেগুলি অনেক কম দামেই বিক্রি করা হয়ে থাকে ৷

advertisement

আরও পড়ুন- উৎসবের মরশুমে Amazon-এর বিক্রেতাদের জন্য সুখবর, এবার আরও ৩টি ভাষায় ব্যবসা সম্ভব !

প্রায় ৭-৮ হাজার টাকা কম দামে জিনিস পাওয়া যাবে

মার্টিন লুইসের ওয়েবসাইট moneysavirngexpert.com অনুযায়ী, একজন গ্রাহক জানিয়েছিলেন, ‘‘ একবার আমি একটি প্রেশার ওয়াশার কেনার জন্য অ্যামাজন ওয়েবসাইটে লগ ইন করেছিলাম ৷ একটি বিশেষ মডেলের উপরেই আমার নজর ছিল ৷ অন্যান্য অনেক ওয়েবসাইটে ওই জিনিসটার দাম যেখানে ২০ হাজার টাকার বেশি ছিল, সেখানে একই জিনিস আমি অ্যামাজন ওয়্যারহাউজে ১৩ হাজার টাকায় পেয়েছিলাম ৷ এই ডিল আমার দারুণ পছন্দ হয়েছিল ৷ তারপর থেকেই আমি এখান থেকে কেনাকাটা শুরু করি ৷’’

advertisement

কীভাবে কিনবেন আপনি জিনিসপত্র ?

যারা অ্যামাজনের এই সিক্রেট ওয়েবসাইট ব্যবহার করেন, তারাও অ্যামাজনের মতো কাস্টমার কেয়ারের সুবিধা পাবেন ৷ পাবেন অ্যামাজনের রিটার্ন পলিসির সুবিধাও ৷ অর্থাৎ আপনি যদি ডেলিভারিতে সন্তুষ্ট না হন, তাহলে ফেরত দিতে পারবেন ৷ ডেলিভারির ৩০ দিনের মধ্যে রিটার্ন করতে পারেন ৷

আরও পড়ুন- Viral Video: এ কী দৃশ্য ! মাছ চিবিয়ে খাচ্ছে ছাগল ! ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল

advertisement

৪০ হাজারের বেশি জিনিসপত্র রয়েছে

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

রিপোর্ট অনুযায়ী, অ্যামাজন ওয়্যারহাউজের (Amazon Warehouse) স্টকে রয়েছে ৪০ হাজারের বেশি আইটেম ৷ যেগুলি আপনি অর্ধেকেরও কম দামে কিনতে পারবেন ৷ এখানে গ্রাহকদের জন্য অনেক বিকল্প রয়েছে ৷ ৩৪টি বিভাগ রয়েছে ৷ রয়েছে কম্পিউটার ও সহায়ক অ্যাকসেসারিজ, ঘরের জিনিস, খেলনা, ভিডিও গেম, ইলেকট্রনিক্স জিনিস এবং আরও অনেক কিছু ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Amazon-এর এই ‘গোপন’ ওয়েবসাইট সম্পর্কে জেনে নিন, এখানে জিনিসপত্র পাবেন অর্ধেকেরও কম দামে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল