মিউচুয়াল ফান্ড এসআইপি
যে সমস্ত লগ্নিকারিরা দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করে ভালো রিটার্ন আয় করতে আগ্রহী তাদের জন্য সবচেয়ে ভালো বিকল্প হল মিউচুয়াল ফান্ড SIP। ৫ বছর থেকে শুরু করে ৭ বছরের বিনিয়োগের জন্য এসপিআইকে উপযুক্ত প্রকল্প মনে করা হয়। বিনিয়োগকারীর সামর্থ্য এবং লক্ষ্য অনুযায়ী এসআইপি বেছে নিয়ে লগ্নি শুরু করতে হবে। মিউচুয়াল ফান্ড এসআইপি বেছে নেওয়ার আগে অবশ্যই ওই তহবিলের বর্তমান পারফরম্যান্স এবং আগের কয়েকটি ত্রৈমাসিক রিটার্ন সম্বন্ধে বিস্তারিত জানা উচিত। অনেক ফান্ডে বলা হয়ে থাকে এই স্কিমগুলিতে কোনও রিস্ক নেই তবে তা একেবারেই সত্য নয়। সমস্ত রকম বিনিয়োগেই ছোট বড় রিস্ক রয়েছে।
advertisement
রিয়েল এস্টেট
রিয়েল এস্টেট এমন একটি সেক্টর যেখানে বিনিয়োগে লাভের সম্ভাবনা সবেচেয়ে বেশি। মুদ্রাস্ফীতি এবং বাজার মূল্যের সঙ্গে পাল্লা দিয়ে রিয়েল এস্টেটের মূল্য বাড়তে থাকে। এই ক্ষেত্রে বিনিয়োগের জন্য মোটা অঙ্কের মূলধনের প্রয়োজন হয় তবে বিভিন্ন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের (REIT) মাধ্যমে অনেক সময় কম মূলধনের সঙ্গেও বিনিয়োগ করা যায়। এই ট্রাস্ট কোম্পানিগুলি বিনিয়োগকারীদের রিয়েল এস্টেটের সব রকম সেক্টরে লগ্নির সুযোগ প্রদান করে।
আরও পড়ুন: টিকিট রিশেডেউলিংয়ে ‘চেঞ্জ ফি’ আপাতত নেওয়া হবে না, যাত্রীদের বিশেষ সুবিধা ইন্ডিগোর
প্রবীণ নাগরিকদের জন্য সেভিংস প্ল্যান (SCSS)
SCSS হল একটি পোস্ট অফিস সেভিংস স্কিম যা প্রবীণ নাগরিক বিনিয়োগকারীদের নিরাপত্তার পাশাপাশি ভালো রিটার্ন প্রদান করে। এই ক্ষেত্রে পাওয়া সুদের ওপর সরকার কর ধার্য করে না ফলে স্বাভাবিকভাবেই লাভের অংশ অনেক গুন বেড়ে যায়। যে সমস্ত সিনিয়র সিটিজেনরা অবসরকালে কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আগ্রহী তাদের জন্য এটি উপযুক্ত। ইন্টারনাল রেভিনিউ কোড ধারা ৮০সি-এর অধীনে SCSS বিনিয়োগের কর ছাড়ের অনুমতি দেওয়া রয়েছে।
আরও পড়ুন: ন্যূনতম বিনিয়োগে ভালো আয় করতে আগ্রহী? শুরু করুন এই ব্যবসাগুলি দিয়ে!
ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS)
ন্যাশনাল পেনশন স্কিম (NPS) হল একটি সরকারি প্রকল্প যা সমস্ত গ্রাহকদের অবসর নেওয়ার পর নিয়মিত আয় প্রদান করে। ন্যাশনাল পেনশন স্কিম পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA) দ্বারা পরিচালিত হয়। যে কোনও ভারতীয় নাগরিক তাঁর ইচ্ছে মতো এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।