TRENDING:

গম কাটার পর খালি জমিতে এই চাষ করুন, কম খরচে প্রচুর লাভ ! মালামাল হচ্ছেন কৃষকরা

Last Updated:

নিয়ামতপুরের কৃষি বিজ্ঞান কেন্দ্রের ইনচার্জ ড. এনসি ত্রিপাঠী বলেন, কৃষকরা যদি এখন অড়হর বা উরদ ডালের চাষ করেন, তাহলে খুব কম খরচে ভাল লাভ পেতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিমরনজিৎ সিং, শাহজাহানপুর: ছোলা, মুসুর, সরষে এবং গম কাটার পালা চলছে। কয়েক দিনের মধ্যেই জমি ফাঁকা হয়ে যাবে। এরপর ধান রোপণের জন্য এখনও ৮০ থেকে ৯০ দিন সময় সময় রয়েছে। এই সময়টায় কৃষকরা ডাল ফলিয়ে আয় বাড়াতে পারেন। ডাল চাষে খরচ কম। ফলে ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
গম কাটার পর খালি জমিতে এই চাষ করুন, কম খরচে প্রচুর লাভ ! মালামাল হচ্ছেন কৃষকরা
গম কাটার পর খালি জমিতে এই চাষ করুন, কম খরচে প্রচুর লাভ ! মালামাল হচ্ছেন কৃষকরা
advertisement

নিয়ামতপুরের কৃষি বিজ্ঞান কেন্দ্রের ইনচার্জ ড. এনসি ত্রিপাঠী বলেন, কৃষকরা যদি এখন অড়হর বা উরদ ডালের চাষ করেন, তাহলে খুব কম খরচে ভাল লাভ পেতে পারেন। তা ছাড়া উরদ চাষ করলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। এর শিকড়ে রাইজোবিয়াম পাওয়া যায়, যা মাটির স্বাস্থ্যের জন্য উপকারী। ৮৫ থেকে ৯০ দিনে উরদ ডাল পাকে।

advertisement

আরও পড়ুন– নন-স্টপ দীর্ঘ দূরত্ব অতিক্রম করে এই ১০ বিমান ! যাত্রী স্বাচ্ছন্দ্য এবং পরিষেবাতেও সবচেয়ে এগিয়ে

বীজ বপনের সময় বিশেষ যত্ন: উরদ ডালের বীজ বপন করার আগে সঠিক আর্দ্রতা বজায় রেখে ভালভাবে ক্ষেত প্রস্তুত করতে হয়। লাঙল দেওয়ার সময় প্রতি হেক্টর জমিতে ১০০ কেজি সিঙ্গল সুপার ফসফেট এবং ৪০ কেজি পটাসিয়াম ক্লোরাইড মিশিয়ে দিতে হবে। তারপর ক্ষেত সমতল করে রোপণ করতে হবে বীজ।

advertisement

বীজ রোপণের সময় খেয়াল রাখতে হবে, প্রতিটা লাইনের মধ্যে যেন ৪০ সেমি দূরত্ব থাকে। দুটি গাছের মধ্যে ১৫ সেমি-র ব্যবধান থাকবে। ১ কেজি বীজ শোধন করতে ২.৫ গ্রাম কার্বেনডাজিম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। বীজ শোধন করলে ফসলে রোগবালাই হবে না। ভাল মানের ফলন হবে। এক একরে ১০ থেকে ১২ কেজি বীজ ব্যবহার করা উচিত।

advertisement

আরও পড়ুন- প্রান্তিক জনগোষ্ঠীর চির চেনা সংগ্রামের আধুনিক বিবরণ; সমাজের কঠোর বাস্তবটাকেই তুলে ধরেছে মিথিলার ‘ও অভাগী’

ভাল বীজ চয়ন: উরদ বপনের সময় ভাল মানের বীজ চয়ন করা গুরুত্বপূর্ণ। ড. এনসি ত্রিপাঠি বলেন, কৃষকরা যদি অল্প সময়ে ভাল ফলন পেতে চান, তাহলে উরদের PU-30, PU-31, PU-35 এবং PU-41 জাতের বীজ বপন করতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সেচের যত্ন: ড. এনসি ত্রিপাঠি বলেন, উরদ বপনের ২৫ থেকে ৩০ দিন পরে সেচ দিতে হবে, পরবর্তী সেচ ১০ থেকে ১৫ দিনের ব্যবধানে করা যেতে পারে। খেয়াল রাখতে হবে, জমিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকা অবস্থায় আগাছা যেন না জন্মায়। মাটিতে বাতাস চলাচল করতে পারে। তবেই উরদের ফলন ভাল হবে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গম কাটার পর খালি জমিতে এই চাষ করুন, কম খরচে প্রচুর লাভ ! মালামাল হচ্ছেন কৃষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল