মুসাম্বি লেবু চাষি বিবেক সাহা বলেন, “বেশ কয়েক বছর ধরে মুসাম্বি লেবু চাষ করছি। বাজারে ব্যাপক চাহিদা এই মুসাম্বি লেবুর। তাই কলকাতা থেকে প্রায় ১৭০ টি মুসাম্বি লেবু গাছের চারা নিয়ে এসেছিলাম। নিয়মিত পরিচর্যা করতে হয়। মুসাম্বি লেবুর ভাল ফলন হলে প্রতিবছরই প্রায় কয়েক লক্ষ টাকার মুসাম্বি লেবু বিক্রি করি।”
advertisement
আরও পড়ুন: ৫০০০ টাকার SIP একটি ‘টাকা তৈরির মেশিন’ ! সঠিক সময় এই ৩টি বোতাম টিপুন, মিলবে বাম্পার রিটার্ন
জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক জানান, “কয়েক বছর থেকে মালদহ জেলায় নতুনভাবে মুসাম্বি লেবু চাষে আগ্রহ দেখা মিলছে চাষিদের। এই মুসাম্বি লেবু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। স্বাস্থ্যকর এই ফলে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের বিভিন্ন রকম মারাত্মক রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে।”
আরও পড়ুন: মাসে ১২,৫০০ টাকা বিনিয়োগ করে ১৫ বছরে পেয়ে যেতে পারেন ৪০ লাখ টাকা ! দেখে নিন কীভাবে…
বিভিন্ন রকমের চাষের পাশাপাশি এবারে মুসাম্বি লেবু চাষ করে আর্থিক লাভের দিশা দেখাচ্ছেন মালদহের মুসাম্বি লেবু চাষিরা। বর্তমানে মালদহ জেলার অধিকাংশ ব্লকে মুসাম্বি লেবু চাষের আগ্রহ দেখা দিচ্ছে চাষিদের। আম রফতানির পাশাপাশি নিজেদের যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে ভিন রাজ্যে মুসাম্বি লেবু রফতানি করছেন মালদহের মুসাম্বি লেবু চাষিরা। এর ফলে জেলার অর্থনৈতিক অবস্থা আরও বেশি উন্নত হবে বলে অভিমত অনেকের।
জিএম মোমিন