সম্প্রতি এই কাজ কতদূর এগিয়েছে তা দেখতে মাঠ পরিদর্শনে গিয়েছিলেন মথুরাপুর ২ নং ব্লকের সহ কৃষি অধিকর্তা অভিষেক নস্কর সহ মাঠ পরিদর্রশনকারি টিম।
সেই টিমে উপস্থিত ছিলেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে রামবাবু রমন, বিটিএম সোমা মাইতি সহ তিন আ্যাসিস্টান্ট টেকনোলজি ম্যানেজার ও অন্যান্য ব্যক্তিরা।
advertisement
এই সাফল্যের পিছনে লড়াইটাও ছিল প্রবল। প্রথমে এলাকার চাষিদের সঙ্গে করে কৃষ্ণনগর জেডএআরএস থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসেন তাঁরা। এরপর স্থানীয় নিমপীঠ কৃষি গবেষণা কেন্দ্র ও আড়াপাঁচ শস্য শ্যামলা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা।
আরও পড়ুন - WPL 2023 Final: ডব্লুউপিএলের মেগা ফাইনাল, মুম্বই বনাম দিল্লি মহারণে কে হাসবে শেষ হাসি
সেখান থেকেই আনা হয় মুগ ডালের উন্নতমানের বীজ বিরাট ও শিখা। সেই বীজ জমিতে বপন করা হয়। চলে নিখুঁত পর্যবেক্ষণ। বর্তমানে জমিতে ব্যাপক ফলন দেখা দিয়েছে এই মুগ ডালের। আর যার ফলে খুশি সকলেই।
এই মুগ ডাল উৎপাদিত হলে সেগুলিকে বাজারের থেকে বেশি দামে কিনেও নেওয়া হবে।
এ নিয়ে মুগ ডাল চাষ করেছেন এমন এক চাষী দিলীপ কুমার পুরকাইত জানিয়েছেন মথুরাপুর ২ নং ব্লক কৃষি অফিসের সহযোগিতায় এই মুগ ডাল চাষ করেছিলাম। এখন আশার থেকে অনেক বেশি ফসল ফলেছে। কিছুদিনের মধ্যেই এই ফসল তোলার কাজ শুরু হবে।
Nawab Mullick





