TRENDING:

Agriculture: কুয়াশা, শীতের হাত থেকে কীভাবে বাঁচাবেন বোরো ধানের বীজতলা? মেনে চলুন এই টিপস

Last Updated:

এখন বীজতলা তৈরি হচ্ছে, কুয়াশা ও শীতের হাত থেকে চারাগাছ বাঁচাতে কিছু পদ্ধতি মেনে চলতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: মরশুমের শুরুতেই জাঁকিয়ে শীত, সঙ্গে কুয়াশার দাপট। প্রায় প্রতিদিনই ঘন কুয়াশায় ঢাকা চারদিক। এমন আবহাওয়ায় চলছে বোর ধানের বীজতলা তৈরির কাজ। তবে প্রচন্ড ঠান্ডা ও কুয়াশায় বীজতলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কৃষকদের আগাম শীতের হাত থেকে বোরো ধানের বীজতলায় চারা গাছ বাঁচাতে একাধিক পরামর্শ দিচ্ছেন কৃষি দফতরের আধিকারিকরা।
advertisement

অনেক সময় দেখা যায় প্রচন্ড ঠান্ডায় বীজতলায় চারা গাছ লালচে হয়ে মারা যায়। এতে লোকসানের মুখে পড়তে হয় কৃষকদের। সঠিক পরিচর্যা করতে পারলে বীজতলায় চারা গাছ ভাল থাকে। কী কী করতে হবে? প্রতিদিন সকালে গাছের চারার শিশির ঝরাতে হবে দড়ি দিয়ে, বীজতলায় নিয়মিত জল দাঁড়িয়ে থাকলে কালো ছাই দিয়ে রাখতে হবে। বীজতলা সাদা পলিথিন দিয়ে ঢেকে রাখুন। প্রতিদিন সন্ধ্যায় জল দিতে হবে, সকালে জল বার করে দিতে হবে। এই সমস্ত নিয়ম মেনে বীজতলার পরিচর্যা করলে চারা গাছ ভাল থাকবে। গাছের বৃদ্ধি হবে।

advertisement

মালদহ জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে জেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে প্রায় ৬৫ হাজার হেক্টর। মালদহ জেলার প্রতিটি ব্লকে মূলত বোরো ধান চাষ হয়ে থাকে। পুরাতন মালদহের হবিবপুর, গাজোল, বামনগোলার মতো ব্লকের বিল সংলগ্ন নিচু জমিতে সাধারণত বেশি বোরো ধান চাষ বেশি হয়। জেলায় কৃষকেরা এখন বীজতলা তৈরি করছেন। কিছু বীজতলায় চারা গাছ বেরিয়ে গিয়েছে।‌ সঙ্গে ঠান্ডা বাড়তে শুরু করেছে। তাই এখন থেকেই সঠিক পদ্ধতিতে বীজতলার পরিচর্যা করার প্রয়োজন। জেলা কৃষি আধিকারিক দিবানাথ মজুমদার বলেন, প্রতিবছরই এই সময় ঠান্ডা কুয়াশা সমস্যা করে। সঠিক পদ্ধতিতে কৃষকেরা পরিচর্যা করলে চারা গাছ সুস্থ স্বাভাবিক থাকবে।

advertisement

শীতের দাপটে বীজতলায় চারা গাছ লালচে বা হলুদ হতে শুরু করলে জিংক বা যে-কোনও  ছত্রাকনাশক স্প্রে করতে হবে। চারা গাছ যখন রোপন করার মতো হয়ে যাবে, তখন বীজতলায় দানা বিষ দিলে উপকার মিলবে। চারা রোপন করার সাতদিন আগে বীজতলায় দানা বিষ দিতে হবে। এতে গাছ বিষাক্ত হয়ে যাবে। রোপন করার পর কোন রকম পোকা বা কীট চারা গাছে আক্রমণ করতে পারবে না। গাছ ভাল থাকবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture: কুয়াশা, শীতের হাত থেকে কীভাবে বাঁচাবেন বোরো ধানের বীজতলা? মেনে চলুন এই টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল