উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালী অঞ্চলের ডাকুয়াগঞ্জ গ্রামের ছেলে দিপেশ সিংহ। সে ঘোষপুকুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। দীপেশের বাবা জগেন সিংহ একজন ক্ষুদ্র চাষী আর মা পাহান সিংহ গৃহিণী। সামান্য জমিতে চাষবাস করেই সংসার চলে দীপেশের বাবার। তাই ছেলের পড়াশুনার খরচ জোগাতে রীতিমতো হিমশিম খান। বাবার পক্ষে যে ছেলের পড়াশোনার খরচ চালাতে অসুবিধা হচ্ছে তা বুঝতে পারেন দীপেশ।
advertisement
আরও পড়ুন: 'একচুলও এগোয়নি তদন্ত', শুভেন্দুর বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা! চাপ বাড়ল বিরোধী দলনেতার
তাই অনেকদিন ধরেই কিছু একটা করার ইচ্ছে ছিল দীপেশের। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে একটা চাকরি জোগাড় করা মুখের কথা নয়। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিন ইউটিউবে মাশরুম চাষের বিষয়ে জানতে পারে দিপেশ। সেই থেকেই কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি বিজ্ঞানী ড: অঞ্জলী শর্মার কাছে গিয়ে মাশরুম চাষের প্রশিক্ষণ নিয়ে এখন বাড়িতেই মাশরুম চাষ করছেন দীপেশ।
আরও পড়ুন: আদালতে ফিরহাদ-শোভন চট্টোপাধ্যায়রা! কী ঘটল এমন? ৩১ জুলাই ফের হাজিরার নির্দেশ
বর্তমানে ঝিনুক ও বোটাম এই দুই প্রজাতির মাশরুম চাষ করছে দীপেশ। মাশরুম চাষ করেই এখন দুটো পয়সার মুখ দেখছে দীপেশ। পড়াশোনার ফাঁকে ফাঁকে মাশরুম চাষের মাধ্যমে এখন পড়াশোনার খরচও চালাচ্ছেন দীপেশ। মাশরুমের আচার ,পাপড় সহ বিভিন্ন আইটেমের খাদ্য সামগ্রী তৈরি করার প্রশিক্ষণ নিয়ে দীপেশের স্বপ্ন আগামী দিনে এই ব্যবসা আরো বড় করে তোলার।
----পিয়া গুপ্তা