TRENDING:

Agriculture News: পুজোর মুখেই বাড়ছে পদ্মের দাম! কেন এত আকাল? জানলে অবাক হবেন

Last Updated:

পদ্ম উৎসবের আগেই একরাশ বাঁধার মুখে পদ্ম চাষিরা! বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, কথায় রয়েছে এই পুজো কুমোর থেকে মুচি, দর্জি,  সবার, পদ্মের জমিতে দেখা নেই ফুলের ফলে এবার চাষ করেও বাজার ধরতে পারল না কয়েকশ পদ্ম চাষি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: পদ্ম উৎসবের আগেই একরাশ বাঁধার মুখে পদ্ম চাষিরা! বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কথায় রয়েছে এই পুজো কুমোর থেকে মুচি, দর্জি,  কম বেশি প্রায় সমস্ত মানুষ কিছুটা হলেও আশার আলো দেখেন পুজোকে কেন্দ্র করে। মা দুর্গার কৃপাতেই মানুষের দুঃখ দুর্দশা দূর হয়। তেমনি দুর্গাপুজো মানে দারুণ চাহিদা অন্যান্য ফুলের সঙ্গে পদ্মেরও। প্রতি মণ্ডপে শতাধিক পদ্ম আবশ্যিক।
advertisement

আরও পড়ুনঃ ‘আইফিনান্স’ অ্যাপ চালু করল আইসিআইসিআই, যে কোনও ব্যাঙ্কের সমস্ত অ্যাকাউন্ট এক ছাদের তলায়

সারা বছর অপেক্ষার পর পুজোয় বাজারে ফুলের চাহিদা বেড়ে উপার্জন বৃদ্ধি পায়। তাই, কম বেশি সকলে পুজোর বাজারের আশায় অপেক্ষায় থাকেন সারা বছর। আশা হত হাওড়ার বাগনান ব্লকের কয়েকশো পদ্ম চাষি। বাগনানে বিজ্ঞানসম্মত ভাবে পদ্মের চাষ শুরু হয়েছিল কয়েক বছর আগে। জানা যায়, কেন্দ্রীয় প্রজেক্টের আওতায় বাগনান ব্লকের নিচু জমি গুলিতে যেখানে ধান চাষ অলাভজনকসেখানে পদ্মের চাষ হতে পারে লাভজনক। পরীক্ষামূলকভাবে সফলতা পেয়ে, গত তিন বছরে কয়েকশ চাষি নতুন স্বপ্ন নিয়ে পদ্ম চাষ শুরু করেছিল।

advertisement

গত দু-তিন বছর পদ্ম ফুটিয়ে কিছুটা লাভের মুখ দেখেছে পদ্ম চাষিরা। ফলে এবার আরও বেশি করে পদ্ম চাষে নামে চাষিরা। কিন্তু একের পর এক বাধা পদ্ম চাষে। শুরুতে বৃষ্টির অভাব, ফলে সময় মত চারা গাছ রোপন করা বেশ কঠিন হয়ে পড়ে। তবে অধিক খরচ করে পদ্ম চারা রোপন করেন চাষিরা। কিন্তু এবার শুরুতে বৃষ্টির ঘাটতি হলেও বর্ষার শেষ সময় অতিবৃষ্টি পদ্মের গাছ ডুবে ক্ষতি। ফলে পদ্মের আমন বা কুড়ির দেখা নেই। সর্ব শেষে বাঁধা হয়ে দাঁড়ায় হিম। হিম পড়তে শুরু করলে পদ্ম ফুল ফোটা বন্ধ হয়।

advertisement

View More

এ প্রসঙ্গে পদ্ম চাষি উত্তম মান্না ও শ্রীকান্ত বাগ জানান, এবার প্রকৃতির খামখেয়ালির কারণে দারুণভাবে ক্ষতিগ্রস্ত পদ্ম চাষিরা। অনেকেই ঋণ নিয়ে চাষ করেছে, পদ্ম খেতে ফুল ফোটেনি। যে উৎসাহ নিয়ে কৃষকরা পদ্ম চাষের নেমেছিল, সেই উৎসাহ আর আগের মত থাকবে না। বছর তিনেক আগে বাগনান ব্লকের বাগনান, দুর্লভপুর, নজরপুরে পরীক্ষামূলক পদ্ম চাষের সফলতা দেখে দারুণভাবে আগ্রহ বেড়েছিল চাষিদের। বলা যেতে পারে, এবার যে সমস্যা তার জন্য মোটেও কৃষকরা তৈরি ছিল না। পদ্ম চাষে যে দারুণ উৎসাহ চাষিদের সেই উৎসহে কিছুটা ভাটা পড়তে পারে আগামীতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেবী অংশ নেন 'প্রতিযোগিতায়'! কার নিরঞ্জন আগে হবে, ঠিক করে ফলাফল! পুরোটা জানুন
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: পুজোর মুখেই বাড়ছে পদ্মের দাম! কেন এত আকাল? জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল