'আইফিনান্স’ অ্যাপ চালু করল আইসিআইসিআই, যে কোনও ব্যাঙ্কের সমস্ত অ্যাকাউন্ট এক ছাদের তলায়
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
‘আইফিনান্স’ অ্যাপ চালু করল আইসিআইসিআই ব্যাঙ্ক। এর মাধ্যমে সমস্ত অ্যাকাউন্ট লিঙ্ক করাতে পারবেন গ্রাহকরা। আইসিআইসিআই-এর গ্রাহকরা তো বটেই, এই অ্যাপের সুবিধা নিতে পারবেন যে কোনও ব্যাঙ্কের গ্রাহকরাই।
কলকাতাঃ ‘আইফিনান্স’ অ্যাপ চালু করল আইসিআইসিআই ব্যাঙ্ক। এর মাধ্যমে সমস্ত অ্যাকাউন্ট লিঙ্ক করাতে পারবেন গ্রাহকরা। আইসিআইসিআই-এর গ্রাহকরা তো বটেই, এই অ্যাপের সুবিধা নিতে পারবেন যে কোনও ব্যাঙ্কের গ্রাহকরাই।
এই অ্যাপ মূলত অ্যাকাউন্ট এগ্রিগেটর ইকোসিস্টেম হিসেবে কাজ করবে। আইমোবাইল পে, রিটেল ইন্টারনেট ব্যাঙ্কিং, কর্পোরেট ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইনস্টাবিজ যেভাবে কাজ করে, অনেকটা সেরকম।
আরও পড়ুনঃ না বুঝে প্রতি মাসে SIP-তে টাকা রাখছেন না তো? দুর্দান্ত রিটার্ন পেতে আপনার যা অবশ্যই জানা দরকার…
advertisement
‘আইফিনান্স’ গ্রাহককে একটা ড্যাশবোর্ড দেবে। সেখানে গ্রাহকের যাবতীয় ব্যাঙ্কের সমস্ত অ্যাকাউন্ট থাকবে। গ্রাহক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। কবে, কোথায়, কীভাবে খরচ হয়েছে – তা দেখা যাবে। এখান থেকে ডাউনলোড করা যাবে অ্যাকাউন্ট স্টেটমেন্টও।
advertisement
অ্যাপ লঞ্চের অনুষ্ঠানে আইসিআইসিআই ব্যাঙ্কের ডিজিটাল চ্যানেলের হেড সিদ্ধার্থ মিশ্র বলেন, ‘গ্রাহককে ডিজিটাল সলিউশন দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ‘আইফিনান্স’ সেই কাজটাই করবে। শুধু আমাদের ব্যাঙ্কের গ্রাহকের পাশাপাশি অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকরাও তাঁদের অ্যাকাউন্টের ডেটা এক জায়গায় দেখতে পাবেন। এর ফলে ব্যাঙ্কিং আরও সহজ হয়ে যাবে’।
সঙ্গে তিনি যোগ করেন, ‘এই অ্যাপ সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষিত। গ্রাহক তাঁদের ব্যয়ের ধরন বিশ্লেষণ করতে পারবেন। এই অ্যাপ সমস্ত মোবাইল ব্যাঙ্কিং এবং ইন্টারনেট ব্যাঙ্কিং প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। ব্যবহার করাও খুব সহজ’।
advertisement
‘আইফিনান্স’ অ্যাপের বৈশিষ্ট: গ্রাহক তাঁদের সমস্ত সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট এক জায়গায় আনতে পারেন। কোন অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে, সেটাও এক জায়গা থেকেই দেখা যাবে।
এক নজরে আয় এবং ব্যয়ের পরিমাণ জানা যাবে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন গ্রাহক।
গ্রাহক কোথায় কত খরচ করছেন, সেটাও ট্র্যাক করতে পারবেন। সব তথ্য থাকবে হাতের মুঠোয়। সামগ্রিক আর্থিক অবস্থা বোঝার জন্য এটা আদর্শ।
advertisement
গ্রাহক রিয়েল টাইমের ভিত্তিতে অ্যাকাউন্ট লিঙ্ক এবং ডি-লিঙ্ক করতে পারেন।
এই অ্যাপ থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। এর জন্য আর ব্যাঙ্কে যেতে হবে না।
ব্যবহারের পদ্ধতি: আইসিআইসিআই ব্যাঙ্কের ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন আইমোবাইলপে, রিটেল ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইনস্টাবিজের মাধ্যমে লগ ইন করতে হবে।
এবার ক্লিক করতে হবে ‘আইফিনান্স’ বাটনে। এরপর ভেরিফিকেশন হবে।
advertisement
ভেরিফিকেশনের পর গ্রাহকের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রি-পপুলেটেড করা হবে।
গ্রাহক ব্যাঙ্ক এবং অ্যাকাউন্ট লিঙ্ক করবেন।
লিঙ্ক করা অ্যাকাউন্ট গ্রাহকের ড্যাশবোর্ডে চলে আসবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 14, 2023 8:59 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
'আইফিনান্স’ অ্যাপ চালু করল আইসিআইসিআই, যে কোনও ব্যাঙ্কের সমস্ত অ্যাকাউন্ট এক ছাদের তলায়