আরও পড়ুন: পরিবেশ বাঁচাতে স্কুল শিক্ষকের নয়া ভাবনা! সাজছে ঘরবাড়িও
লিচুর সঙ্গে আম ও এই সময় প্রচুর পরিমাণে চাষ হয় এই জেলাতে তার পাশাপাশি প্রচুর বাড়িতেও চাষ হয়। আমের ক্ষেত্রে জল স্পে করা পাশাপাশি কিছু ভিটামিন ওষুধ যেমন বরোণ জিম পলি ক্লালাম এই ধরনের ভিটামিন ওষুধ তা ছাড়া সলিবুল ফার্টিলাইজার যেমন ১৩ জিরো ৪৫ বা পটাশিয়াম নাইট্রেড এগুলো স্প্রে করলে ফলন যেমন ভালহবে তার পাশাপাশি এই যে প্রচন্ড গরমে গাছের যে শুকিয়ে যাওয়া পাতা বা কান্ড জল স্পে করলে এই গরম আবহাওয়া থেকে কিছুটা হলেও রক্ষা পাবে। তার সঙ্গে এই সময় কিছু শোষক পোকার আক্রমণ বাড়ে সবজির ক্ষেত্রে ঢেঁড়স এই জাতীয় যে ফসলগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে মাঠে এখন যে সবজিগুলি রয়েছে তার জন্য রাসায়নিক সার নিম নির্যাস তৈরি তৈরি করে গাছের স্পে করা যেতে পারে।
advertisement
আরও পড়ুন: প্রথম মহিলা ‘ট্রাক ড্রাইভার’ ভারত থেকে পণ্যবাহী গাড়ি নিয়ে পৌঁছলেন বাংলাদেশ
সেটির জন্য আপনাকে একটি ১৫ লিটার ড্রাম যোগাড় করতে হবে তার জন্য ছাত্র থেকে ৮০০ গ্রাম ওজনের নিমপাতা তিন থেকে ৪০০ গ্রাম মত গোবর এবং ৩০০ থেকে ৪০০ গ্রাম মত গোমুত্র। সেই নিমপাতা গুলি অল্প বেটে নিয়ে অল্প জল দিয়ে সেই গো চোনা এবং গোবরটি মিশিয়ে তিন চার দিন রেখে দেয়ার পর ভালো করে ছেঁকে নিতে হবে। তারপর গাছে গাছে স্পে করতে। তাতে এই পোকার হাত থেকেও বাঁচা যাবে এবং গাছগুলি যেগুলি শুকিয়ে যাচ্ছে এই গরমে অনেকটাই রক্ষা পাওয়া যাবে এই নিয়মগুলি মেনে চললে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুমন সাহা