২২ ক্যারাট সোনার পাশাপাশি ২৪ ক্যারাট সোনার দামও কমেছে ৷ শহরে ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৫,০৬৮ টাকা (কমেছে ১০ টাকা), ৮ গ্রামের দাম ৪০,৫৪৪ টাকা (কমেছে ৮০ টাকা), ১০ গ্রামের দাম ৫০,৬৮০ টাকা (কমেছে ১০০ টাকা), ১০০ গ্রামের দাম ৫,০৬,৮০০ টাকা (কমেছে ১,০০০ টাকা) ৷
আরও পড়ুন: Chicken Egg Prices Reduced: নেই চাহিদা! দেশজুড়ে মুরগির দামে বিরাট পতন, কমছে ডিমের দামও
advertisement
আরও পড়ুন: ITR: এখনও পর্যন্ত জমা পড়েছে ৩ কোটি আইটিআর ফাইল; মেয়াদ বাড়ানো নিয়ে সরকার কী বলছে?
কলকাতায় সোনার দাম আগের থেকে প্রতি গ্রামে কমেছে ৷ যা রীতমত মধ্যবিত্তের কাছে ভাল খবর ৷ ২২ ও ২৪ ক্যারাট সোনার ক্ষেত্রে আগের থেকে দাম আরও সস্তা হয়েছে ৷ উপরোক্ত সোনার দাম জিএসটি, টিসিএস ও অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নয় ৷ তবে সোনার দাম কমাতে মধ্যবিত্তের যে কিছুটা স্বস্তি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা ৷