রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম সঠিকভাবে পালন না করার জন্য ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ১ কোটি টাকার জরিমানা করা হয়েছে। ইউনিয়ন ব্যাঙ্ককে যে ১ কোটি টাকার জরিমানা করা হয়েছে, সেই খবর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে সোমবার জানানো হয়েছে। ২৫ নভেম্বর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আদেশ জারি করেছে, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওপর ১ কোটি টাকার জরিমানার।
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে তাদের তরফে ২০১৬ সালে কয়েকটি ব্যাঙ্কিং নিয়ম জারি করা হয়। ভারতের সকল সরকারি, বেসরকারি এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে সেই নিয়ম মেনে চলতে হয়। ভারতের আর্থিক কাঠামোর ভিত মজবুত করার জন্য এবং সঠিক ও সুরক্ষিত ব্যাঙ্কিং ব্যবস্থা পরিচালনা করার জন্য সেই নিয়ম জারি করা হয়। কিন্তু ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নিয়ম অমান্য করায় তাদের ১ কোটি টাকার জরিমানা করা হয়েছে। এর আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আইন অমান্য করার জন্য ভারতের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকেও ১ কোটি টাকার জরিমানা করা হয়।
আরও পড়ুন: খোলা যায় যে কোনও ব্যাঙ্ক থেকে, এক নজরে দেখে নিন অটল পেনশন যোজনার সুবিধা!
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১ কোটি টাকার জরিমানা
কয়েকদিন আগেই ভারতের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ১ কোটি টাকার জরিমানা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয় যে ২০২১ সালের ১৬ নভেম্বর এই জরিমানা করা হয়। ব্যাঙ্কিং নিয়মের অমান্য করার জন্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এই জরিমানা করা হয়। এর থেকেই পরিষ্কার যে বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কিং নিয়মের অমান্য করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করছে। তাই জরিমানা থেকে বাঁচতে ভারতের সকল আর্থিক প্রতিষ্ঠানকে ব্যাঙ্কিং নিয়ম মেনে চলতে হবে।