আরও পড়ুন: মারুতি সুজুকি কোম্পানির বড় সিদ্ধান্ত, বন্ধ করে দেওয়া হবে ডিজেল গাড়ি তৈরি!
সামনে এল সত্যি -
বিভিন্ন জায়গায় চলতে থাকা এই খবরের সত্যতা যাচাই করার জন্য রেলের এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ উত্তর রেলওয়ের সিপিআরও দীপক কুমার জানিয়েছেন, এরকম কোনও নতুন নিয়ম রেলের তরফে জারি করা হয়নি ৷ বিনা টিকিটে যাত্রা করার ক্ষেত্রে করোনা কালের আগে যে পুরনো নিয়ম ছিল সেটাই লাগু করা হবে ৷
advertisement
আরও পড়ুন: কোন লাইফ ইনস্যুরেন্স পলিসি সবথেকে ভালো, দেখে নিন এক নজরে!
প্রথম থেকেই ছিল এই নিয়ম-
সিপিআরও দীপক কুমার আরও জানিয়েছেন, আগে যদি কারোর কাছে কনফার্ম টিকিট না থাকত তাহলে তাঁকে প্ল্যাটফর্ম টিকিট নিয়ে গার্ডের সঙ্গে সম্পর্ক করতে হত ৷ গার্ড তাঁকে টিটিই-এর কাছে পাঠিয়ে দিত ৷ টিটিই প্রথমে দেখে নিতেন ওই যাত্রী কোথায় যেতে চাইছেন ৷ ট্রেনে সেই জায়গায় পর্যন্ত খালি সিট রয়েছে কিনা ৷
আরও পড়ুন: ভারতীয় রেলের বিরাট সিদ্ধান্ত; বাড়বে রাজস্ব, ছোট-মাঝারি ব্যবসায়ীদেরও হবে সুবিধা!
আগামী স্টেশন থেকে কোনও খালি সিট থাকলে তাহলে সেটা দিয়ে দেওয়া হত ৷ কিন্তু কোনও খালি সিট না থাকলে আগামী স্টেশনে তাঁকে নামিয়ে দেওয়া হত ৷ এখনও এই নিয়মই লাগু রয়েছে ৷ রেলের তরফে এরকম কোনও নিয়ম লাগু করা নেই যেখানে প্ল্যাটফর্ম টিকিট থাকলেই ট্রেনে যাত্রা করা যাবে ৷