আরও পড়ুন: প্যান ও আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে ? জেনে নিন এর কারন .....
৯৪ ডলার পেরিয়ে গিয়েছে অপরিশোধিত তেলের দাম-
MCX এ শুক্রবার ব্রেন্ট ক্রডের দাম ৩.৩ শতাংশ বেড়ে ৯৪.৪৪ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ বর্তমানে অপরিশোধিত তেলের দাম গত সাত বছরের নিরিখে সবচেয়ে বেশি হয়েছে। ৷ এই ভাবে, মার্কিন বাজারে অপরিশোধিত তেল WTI ৩.৬ শতাংশ বেড়ে ৯৩.১০ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ এরকম খুবই কম দেখা গিয়েছে যে ব্রেন্ট ক্রুড ও WTI এর দামের মধ্যে পার্থক্য এত কম রয়েছে ৷
advertisement
আরও পড়ুন: চেন্নাই-সহ একাধিক শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন কলকাতায় কত হল
আমেরিকার তরফে সতর্ক করা হয়েছে যে রাশিয়া যে কোনও সময় ইউক্রেনের উপর হামলা করতে পারে, তাই নিজেদের নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় তেল উৎপাদনকারীদের মধ্যে একটি হল রাশিয়া ৷ ফলে এর জেরে প্রভাবিত হতে চলেছে তেলের সাপ্লাইয়ে৷ সরাসরি এর প্রভাব পড়তে চলেছে অপরিশোধিত তেলের দামে ৷ ফলে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে ৷
আরও পড়ুন: ক্রেডিট কার্ড থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করবেন?
শনিবারের জন্য ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দেওয়া হয়েছে ৷ দেশের চার মহানগরের মধ্যে তিন মহানগরেই স্থির রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ চেন্নাইতে লিটার প্রতি ১০ পয়সা বৃদ্ধি করা হয়েছে পেট্রোলের দাম ৷ এছাড়া গুরুগ্রাম, নয়ডা, জয়পুর, লখনউয়ের মতো শহরেও পেট্রোলের দাম বদল করা হয়েছে ৷ এখনও মুম্বইয়ে পেট্রোলের দাম ১১০ টাকার আশপাশে রয়েছে যা সবচেয়ে বেশি ৷