TRENDING:

Petrol and Diesel Price: সাধারণের জন্য বড় ধাক্কা! নির্বাচনের আগেই বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম

Last Updated:

MCX এ শুক্রবার ব্রেন্ট ক্রডের দাম ৩.৩ শতাংশ বেড়ে ৯৪.৪৪ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ বর্তমানে অপরিশোধিত তেলের দাম গত সাত বছরের নিরিখে সবচেয়ে বেশি হয়েছে। ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সরকারি তেল সংস্থাগুলি গত তিন মাসের বেশি সময় ধরে পেট্রোল ও ডিজেলের দাম বড় কোনও পরিবর্তন না করে থাকলেও এবার তেলের দাম বৃদ্ধির জন্য বেড়েই চলেছে আন্তর্জাতিক চাপ ৷ বিশেষজ্ঞদের মতে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে ৷ কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে নির্বাচনের আগেই তেলের দামে বড় পরিবর্তন হতে চলেছে ৷ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা উত্তেজনার জেরে তেল সরবরাহের উপরে প্রভাব পড়েছে ৷ অন্যদিকে আন্তর্জাতিক বাজারে লাগাতার দাম বেড়ে চলেছে অপরিশোধিত তেলের ৷
advertisement

আরও পড়ুন: প্যান ও আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে ? জেনে নিন এর কারন .....

৯৪ ডলার পেরিয়ে গিয়েছে অপরিশোধিত তেলের দাম-

MCX এ শুক্রবার ব্রেন্ট ক্রডের দাম ৩.৩ শতাংশ বেড়ে ৯৪.৪৪ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ বর্তমানে অপরিশোধিত তেলের দাম গত সাত বছরের নিরিখে সবচেয়ে বেশি হয়েছে। ৷ এই ভাবে, মার্কিন বাজারে অপরিশোধিত তেল WTI ৩.৬ শতাংশ বেড়ে ৯৩.১০ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ এরকম খুবই কম দেখা গিয়েছে যে ব্রেন্ট ক্রুড ও WTI এর দামের মধ্যে পার্থক্য এত কম রয়েছে ৷

advertisement

আরও পড়ুন: চেন্নাই-সহ একাধিক শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন কলকাতায় কত হল

আমেরিকার তরফে সতর্ক করা হয়েছে যে রাশিয়া যে কোনও সময় ইউক্রেনের উপর হামলা করতে পারে, তাই নিজেদের নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় তেল উৎপাদনকারীদের মধ্যে একটি হল রাশিয়া ৷ ফলে এর জেরে প্রভাবিত হতে চলেছে তেলের সাপ্লাইয়ে৷ সরাসরি এর প্রভাব পড়তে চলেছে অপরিশোধিত তেলের দামে ৷ ফলে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে ৷

advertisement

আরও পড়ুন: ক্রেডিট কার্ড থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করবেন?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শনিবারের জন্য ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দেওয়া হয়েছে ৷ দেশের চার মহানগরের মধ্যে তিন মহানগরেই স্থির রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ চেন্নাইতে লিটার প্রতি ১০ পয়সা বৃদ্ধি করা হয়েছে পেট্রোলের দাম ৷ এছাড়া গুরুগ্রাম, নয়ডা, জয়পুর, লখনউয়ের মতো শহরেও পেট্রোলের দাম বদল করা হয়েছে ৷ এখনও মুম্বইয়ে পেট্রোলের দাম ১১০ টাকার আশপাশে রয়েছে যা সবচেয়ে বেশি ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol and Diesel Price: সাধারণের জন্য বড় ধাক্কা! নির্বাচনের আগেই বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল