TRENDING:

Aadhaar Card: সর্বনাশ! বাতিল হয়ে যেতে পারে আপনার আধার কার্ড, এই ভুলটি করেননি তো

Last Updated:

Aadhaar Card: কার্ডধারীকে প্যান কার্ড, ভোটার কার্ড বা বিদ্যুৎ বিল, রেজিস্ট্রি, পাসপোর্ট ইত্যাদির মতো দুটি জিনিস আনতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: যদি আপনার আধার কার্ডের বয়স ১০ বছরের বেশি হয় এবং এই সময়ের মধ্যে আপনি আধার কার্ডে কোনও আপডেট না করেন, তাহলে আপনার আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে। UIDAI (The Unique Identification Authority of India – UIDAI) এই প্রক্রিয়া শুরু করেছে, বিপুল সংখ্যক মানুষের আধার কার্ডও বাতিল করা হয়েছে।
আধার কার্ড আপডেট
আধার কার্ড আপডেট
advertisement

এই সমস্যা এড়াতে আপনাকে আধার কার্ডে একটি কাজ করতে হবে।UIDAI-এর মতে, যাঁদের আধার কার্ড পুরনো এবং তাঁরা এখনও ই-কেওয়াইসি করেননি, তাহলে তাঁরা অবিলম্বে কাছাকাছি UIDAI (The Unique Identification Authority of India – UIDAI) আধার পরিষেবা কেন্দ্রে যেতে পারেন এবং এটি আপডেট করতে পারেন। এই কাজ বাধ্যতামূলক হয়ে গেছে।

advertisement

UIDAI (The Unique Identification Authority of India – UIDAI) NCR গাজিয়াবাদ আধার পরিষেবা কেন্দ্রের ইনচার্জ নিশু শুক্লা বলেছেন যে কেউ যদি এই সময়ের মধ্যে আধার কার্ডে কোনও ধরনের সংশোধন করে থাকেন, তাহলে ই-কেওয়াইসি অবশ্যই হয়েছিল। কিন্তু এমন অনেকে রয়েছেন, যাঁদের ঠিকানা, মোবাইল নম্বর একই থাকে বা আধার কার্ড তৈরির পরে অন্য কোনও উপায়ে কোনও পরিবর্তন হয়নি। এই ধরনের আধার কার্ডধারীদের জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। ই কেওয়াইসি না করলে আধার কার্ড বাতিল হতে পারে।

advertisement

আরও পড়ুন, আর মাত্র ক'দিন বাকি! প্যানের সঙ্গে আধারের লিঙ্ক না থাকলে বড় বিপদে পড়বেন

আরও পড়ুন, বড় খবর! ১০০ দিনের কাজে পিছিয়ে রাজ্য, হয়নি জব কার্ড-আধার সংযোগ, উদ্বিগ্ন নবান্ন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ই-কেওয়াইসি করার জন্য এখন ৫০ টাকা লাগে। কার্ডধারীকে প্যান কার্ড, ভোটার কার্ড বা বিদ্যুৎ বিল, রেজিস্ট্রি, পাসপোর্ট ইত্যাদির মতো দুটি জিনিস আনতে হবে। অনেকেই শেষ কয়েক বছরে আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত করে এবং কিংবা আপডেট করে। অনেকেই নাম, জন্ম তারিখ কিংবা ঠিকানার ভুল সংশোধন করে থাকে। তাই এমন কোনও কাজ বকেয়া থাকলে এখনই সেরে নিন।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar Card: সর্বনাশ! বাতিল হয়ে যেতে পারে আপনার আধার কার্ড, এই ভুলটি করেননি তো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল