TRENDING:

West Midnapore News: এই চাষ করেই হচ্ছে বিরাট লাভ! রাতারাতি 'বড়লোক' হতে চাইলে ট্রাই করতে পারেন

Last Updated:

West Midnapore News: ধান চাষের পরিবর্তে পেয়ারা চাষ করে বাড়তি মুনাফা পাচ্ছেন নারায়ণগড়ের এক চাষী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নারায়ণগড়: ধান চাষ করে মিলছে না লাভজন ফল। তাই বেশ কয়েক বিঘা জমিতে পেয়ারা চাষ করেছেন এক ব্যক্তি। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কুশবাসন এলাকার গোপাল দাস নিজের বাড়ির পাশেই ছয় বিঘা জায়গাতে লাগিয়েছেন পেয়ারা গাছ। যেখান থেকে সারা বছর তিনি ফসল পাচ্ছেন এবং বাজারে তা বিক্রি করে বার্ষিক প্রায় এক লক্ষ টাকারও বেশি তিনি লাভ পাচ্ছেন। প্রসঙ্গত গ্রামীণ এলাকার মানুষজন নির্ভরশীল ধান চাষের উপর। কিন্তু সেই ধান চাষ করে তেমন লাভ পাওয়া যাচ্ছেনা।
advertisement

তাই তিনি ধান চাষের পরিবর্তে বাড়িতেই ছয় বিঘা জায়গাতে প্রায় 2400 পেয়ারার গাছ লাগিয়েছেন। প্রতিদিনই গড়ে প্রায় এক কুইন্টাল পেয়ারা পাওয়া যায়। যা বাজারে প্রায় কুড়ি থেকে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হয়। পেয়ারের সিজিনে গড়ে ২০ কুইন্টাল প্রতিদিন পেয়ারার উৎপাদন হয়। এই পেয়ারা পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, খড়গপুর, বেলদা এমনকি পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং ওড়িশা তেও রপ্তানি হয়।প্রসঙ্গত পেয়ারা গাছ লাগানো হলে বারোমাসই ফলন পাওয়া যায়। পাশাপাশি পেয়ারা গাছ ছাড়াও সাথী ফসল হিসেবে অন্যান্য চাষও করা যায় সেই জমিতে। ফলে বাড়তি রোজগার হয় সাথী ফসল চাষ করে।

advertisement

আরও পড়ুন: ভারী বর্ষা আসার আগেই নয়া বিপত্তি, চিন্তায় ঘুম উড়ল স্থানীয়দের

আরও পড়ুন: পালালেন তৃণমূল নেতারা, রক্তাক্ত একাধিক! অভিষেকের সভায় মারাত্মক ঘটনা, শোরগোল

View More

বর্তমান যুবক প্রজন্ম চাকরির দিকে না ছুটে চাষের দিকে ঝোঁকায় পরামর্শ দিচ্ছেন গোপাল বাবু। গোপাল বাবু সরকারিভাবেও নানা সাহায্য সহযোগিতা পেয়েছেন এই চাষের জন্য। তার দাবি পেয়ারা চাষ, ধান চাষের থেকে লাভজনক। বর্তমান যুবক প্রজন্ম তারা এই চাষ করতে পারে। একবার ছাড়া গাছ লাগালে বেশ কয়েক বছর ফসল দেয় এই গাছ। ফলে বাড়তি মুনাফা প্রতি বছরই পাওয়া যায়। ধান চাষের পরিবর্তে পেয়ারা চাষ করে বাড়তি রোজগারের দিশা দেখাচ্ছেন নারায়ণগড়ের গোপাল বাবু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
West Midnapore News: এই চাষ করেই হচ্ছে বিরাট লাভ! রাতারাতি 'বড়লোক' হতে চাইলে ট্রাই করতে পারেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল