TRENDING:

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন: বিচারক, অধ্যাপক এবং আইএএস অফিসাররা ৫০ লক্ষ কর্মচারীর বেতন নির্ধারণ করবেন; কমিশনে কারা আছেন জেনে নিন

Last Updated:

8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের চেয়ারপার্সন, সদস্য এবং সদস্য-সচিব সম্পর্কে জেনে নেওয়া যাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সরকারের ত্রুটি-বিচ্যুতি সম্পর্কে সব সময়েই সমালোচনায় মুখর সাধারণ নাগরিক- ট্রেনে, বাসে, অফিসে কাজের ফাঁকে, পাড়ার মোড়ের চায়ের দোকানে, ভোরবোলার মর্নিং ওয়াকের পার্কে- কান পাতলেই শোনা যায় নানা রকমের মন্তব্য। সরকার কিন্তু তার নাগরিকদের প্রতি কর্তব্য পালনে বদ্ধপরিকর। তাই যখনই কোনও সিদ্ধান্ত গৃহীত হয়, তা খতিয়ে দেখা হয়, সংশ্লিষ্ট বিষয়ে নেওয়া হয়ে থাকে বিশেষজ্ঞ মতামত। ঠিক সেটাই এবার হতে চলেছে অষ্টম বেতন কমিশনে। তৈরি হয়েছে এক সুনিপুণ দল, ৫০ লক্ষ কর্মচারীর বেতন নির্ধারণ করবে, সেখানে রয়েছেন এক বঙ্গসন্তানও।
অষ্টম বেতন কমিশন
অষ্টম বেতন কমিশন
advertisement

কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন অনুমোদন করেছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা দেশাইকে কমিশনের চেয়ারপার্সন নিযুক্ত করা হয়েছে, যেখানে অধ্যাপক পুলক ঘোষকে পার্টটাইম সদস্য এবং আইএএস অফিসার পঙ্কজ জৈনকে সদস্য-সচিব নিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন– GK: দেশের একমাত্র স্থান যা আরব সাগর এবং বঙ্গোপসাগর উভয়কেই স্পর্শ করে, গিয়েছেন কখনও সেখানে?

advertisement

তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে কমিশন ১৮ মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দেবে, যা ১ জানুয়ারি, ২০২৬ থেকে বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে। কমিশনের সুপারিশগুলি প্রতিরক্ষা পরিষেবার কর্মী-সহ প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬.৯ লক্ষ পেনশনভোগী সম্পর্কে নেওয়া হবে। অষ্টম বেতন কমিশনের চেয়ারপার্সন, সদস্য এবং সদস্য-সচিব সম্পর্কে জেনে নেওয়া যাক।

advertisement

আরও পড়ুন– ২৮ বছরের পুরনো গান, যা শুনলেই নেচে উঠবেন আপনি ! মিঠুনের সুপারহিট ছবির গান আবার শুনে নিন

বিচারপতি রঞ্জনা দেশাই: অষ্টম বেতন কমিশনের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত বিচারপতি রঞ্জনা দেশাই মুম্বইয়ের বাসিন্দা। তিনি ১৯৪৯ সালের ৩০ অক্টোবর মুম্বইয়ে জন্মগ্রহণ করেন। তিনি এলফিনস্টোন কলেজ থেকে বিএ এবং মুম্বইয়ের সরকারি আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৯৬ সালে তিনি বম্বে হাই কোর্টের বিচারপতি নিযুক্ত হন। তিনি ১৩ সেপ্টেম্বর, ২০১১ থেকে ২৯ অক্টোবর, ২০১৪ পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিচারপতি রঞ্জনা দেশাই ভারতের সীমানা নির্ধারণ কমিশন এবং ভারতের প্রেস কাউন্সিলের চেয়ারপার্সনও ছিলেন।

advertisement

আরও পড়ুন– ‘নকল’ থেকে সাবধান ! স্বাস্থ্য সুরক্ষিত রাখতে ভেজাল পনির শনাক্ত করার ৩ সহজ কৌশল শিখুন এখনই

অধ্যাপক পুলক ঘোষ: অধ্যাপক পুলক ঘোষকে অষ্টম বেতন কমিশনের পার্টটাইম সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি বর্তমানে আইআইএম বেঙ্গালুরুতে অধ্যাপক হিসেবে অধ্যাপনা করেন। তাঁর প্রধান গবেষণার বিষয় হল প্রযুক্তি, ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অর্থ, উন্নয়ন নীতি এবং সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে আগ্রহ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুল তো নয় যেন ক্ষুদে পড়ুয়াদের 'আনন্দ আশ্রম'! সরকারি বিদ্যালয়ের এমন চেহারা প্রশংসনীয়
আরও দেখুন

পঙ্কজ জৈন, সিনিয়র আইএএস: সিনিয়র আইএএস অফিসার পঙ্কজ জৈনকে অষ্টম বেতন কমিশনের সদস্য-সচিব নিযুক্ত করা হয়েছে। তিনি বর্তমানে ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অসম-মেঘালয় ক্যাডারের ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার। তিনি এমবিএ ডিগ্রিধারী এবং একজন কস্ট অ্যাকাউন্ট্যান্টও।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
8th Pay Commission: অষ্টম বেতন কমিশন: বিচারক, অধ্যাপক এবং আইএএস অফিসাররা ৫০ লক্ষ কর্মচারীর বেতন নির্ধারণ করবেন; কমিশনে কারা আছেন জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল