আরও পড়ুন: Explained: ডিজিটাল গোল্ড না কি ফিজিক্যাল গোল্ড? ভবিষ্যতের কথা ভেবে ধনতেরসের দিন কোনটা কিনবেন?
বর্তমানে বেশ কয়েকটি এরকম প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট রয়েছে যেখানে এই ধনতেরসে ডিজিটাল মাধ্যমে সোনা কিনতে পারবেন ৷
গুগল পে (Google Pay)
গুগল পে অ্যাপের মধ্যে গোল্ড লকার সেকশন রয়েছে যেখানে উপভোক্তাদের ডিজিটাল সোনা কেনা ও বিক্রির অনুমতি দেওয়া হয় ৷ Google Pay-তে ডিজিটাল গোল্ড পরিষেবা MMTC-PAMP দ্বারা পরিচালিত হয়।
advertisement
আরও পড়ুন: Post Office Scheme: ১৫০০ টাকা প্রতি মাসে জমা করে পেয়ে যাবেন ৩৫ লক্ষ টাকা
পেটিএম (Paytm)
পেটিএম উপভোক্তাদের অনলাইনে সোনা কেনা, বিক্রি ও উপহার দেওয়ার সুবিধা রয়েছে ৷ গ্রাহকরা কমপক্ষে ১ টাকা থেকে ১,৯৯,০০০ টাকা পর্যন্ত সোনা কিনতে পারবেন ৷ www.paytm.com/digitalgold বা পেটিএম অ্যাপে গিয়ে গোল্ড সার্চ করতে হবে ৷
ফোন পে (phonepe)
PhonePe অ্যাপ ব্যবহার করে ডিজিটাল সোনা কেনার বিকল্প রয়েছে ৷ গ্রাহকরা ফোন পে অ্যাপে ১০ টাকার কমে ডিজিটাল সোনা কিনতে পারবেন ৷ PhonePe খুলে -> My Money -> Gold
আরও পড়ুন: এই দিওয়ালিতে মেয়েকে বানান লক্ষপতি, মাত্র ১ টাকা সেভিংস করে পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা
Safe Gold (সেফগোল্ড)
সেফগোল্ড একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে টিকিট আকারে ভল্টেড সোনা কেনা, বিক্রি করার অনুমতি দেওয়া হয় ৷
MMTC-PAMP
MMTC-PAMP ডিজিটাল সোনার পরিষেবা কেনা, বিক্রয় এবং পরিচালনার জন্য বেশ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মকে অনুমতি দিয়েছে ৷
Tanishq
জনপ্রিয় এই জুয়েলারি ব্র্যান্ড সেফ গোল্ডের সাথে অংশীদারিত্বে সোনা কেনা এবং বিক্রি করার একটি বিকল্প অফার দিয়ে থাকে। ক্রেতারা ১০০ টাকার মতো কম দামে ডিজিটাল সোনা কিনতে পারবেন।
এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক (Airtel payments bank)
এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের ডিজি গোল্ড পরিষেবাও রয়েছে ৷ এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকরা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের ব্যবহার করে ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করতে পারবেন ৷ অ্যাপ ব্যবহারকারীরা ডিজিটাল গোল্ড বিক্রি ও গিফ্ট করার বিকল্প দেওয়া হয়ে থাকে ৷
ভারত পে (Bharat pay)
ভারত পে-ও ডিজিটাল গোল্ড পরিষেবার সুবিধা দিয়ে থাকে ৷ ভারত অ্যাপে কমপক্ষে ১ টাকার দিয়েও সোনা কিনতে পারবেন ৷