কেন্দ্রীয় কর্মীরা দীর্ঘদিন ধরে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। বর্তমানে, সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মীদের ২.৫৭ শতাংশ হারে ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হচ্ছে। তা বাড়িয়ে ৩.৬৮ গুণ করার দাবি উঠেছে। ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে বাড়িয়ে ৩.৬৮ করলে ন্যূনতম বেসিক বেতন ১৮ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২৬ হাজার টাকা হবে। কেন্দ্রীয় সরকার এই দাবি মেনে নিলে কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম বেতন ব্যাপক বৃদ্ধি পাবে।
advertisement
সরকার শেষবার ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়েছিল ২০১৬ সালে। একই বছর সপ্তম বেতন কমিশনও কার্যকর করা হয়েছিল। তখন কর্মচারীদের ন্যূনতম মজুরি ৬ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৮ হাজার টাকা বৃদ্ধি পেয়েছিল। ফলে অনুমান করা হচ্ছে, এবার ফের কেন্দ্রীয় কর্মীদের বেতন বাড়াতে পারে সরকার।
আরও পড়ুন, বিরোধী ঐক্য গড়তে কোমর বেঁধে নেমেছেন নীতীশ! কেজরির পরে বৈঠক রাহুল-খাড়্গের সঙ্গে
আরও পড়ুন, নজরে মমতা-কেজরিওয়াল বৈঠক, মোদি বিরোধী মহাজোটের ভিত মজবুত করাই কি লক্ষ্য?
ফিটমেন্ট ফ্যাক্টর সমস্ত কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য মূল বেতন নির্ধারণ করে। ফলে অনুমান করা হচ্ছে যে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন একলাফে অনেকটা বৃদ্ধি পাবে। তবে শুধু ফিটমেন্ট ফ্যাক্টরই নয়, ডিএ র পরিমাণও ফের বৃদ্ধি পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে এখনও কেন্দ্রীয় সরকারের তরফে এ বিষয়ে কোনও কিছু বলা হয়নি। তবে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে মুখে হাসি ফুটবে কয়েক লাখ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মুখে।