কেন্দ্র সরকারের তরফে নির্দেশ জারি করে বলা হয়েছে, সরকারি কর্মীদের বেসিক স্যালারির ভিত্তিতে হাউস রেন্ট ও ডিএ বৃদ্ধি করা হবে ৷ নিয়ম অনুযায়ী, ডিএ ২৫ শতাংশের বেশি হলে হাউস রেন্ট বৃদ্ধি করতে হবে ৷ এর জেরে কেন্দ্র সরকার এইচআরএ বাড়িয়ে ২৭ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ ডিপার্টমেন্টের অফ এক্সপেন্ডিচারের তরফে ৭ জুলাই ২০১৭ সালে জারি করা নির্দেশে জানানো হয়েছিল, যখন ডিএ ২৫ শতাংশের বেশি হবে তখন এইচআরএ সংশোধিত করা হবে ৷ ১ জুলাই থেকে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়েছে ৷
advertisement
কত বাড়বে এইচআরএ
কেন্দ্রীয় সরকারি কর্মীদের শহরের ক্যাটাগরি অনুযায়ী, ২৮ শতাংশ, ১৮ ও ৯ শতাংশ এইচআরএ দেওয়া হবে ৷ ১ জুলাই ২০২১ থেকে ডিএ-এর সঙ্গে এইচআরএ বৃদ্ধি লাগু করা হয়েছে ৷ হাউস রেন্ট অ্যালাউন্সের ক্যাটাগরি X, Y ও Z ক্লাস শহরের হিসেবে দেওয়া হয় ৷ এবার X ক্যাটাগরির কর্মীরা মাসে ৫৪০০ টাকার বেশি এইচআরএ পাবেন ৷ এরপর Y ক্যাটাগরি পাবেন ৩৬০০ টাকার বেশি এবং Z ক্যাটাগরির কর্মচারীরা পাবেন ১৮০০ টাকার বেশি হাউস রেন্ট অ্যালাউন্স ৷
কত টাকা বেতন বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের
সপ্তম পে কমিশন (7th Pay Commission) হিসেবে, কেন্দ্রীয় সরকারির কর্মীর ন্যূনতম বেসিক স্যালারি ১৮০০০ টাকা ৷ এর উপরে জুন ২০২১ পর্যন্ত ১৭ শতাংশ হিসেবে ৩০৬০ টাকা ডিএ দেওয়া হচ্ছিল ৷ জুলাই থেকে ডিএ(Dearness Allowance) বাড়িয়ে করা হয় ২৮ শতাংশ ৷ এই হিসেব অনুযায়ী এবার ডিএ মিলবে ৫০৪০ টাকা ৷ এই হিসেবের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাসে ১৯৮০ টাকা বেড়েছে ৷